আমাদের কথা খুঁজে নিন

   

১৪ আগষ্ট থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার কি হবে?



শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৪ আগষ্ট থেকে ১৬ সেপ্টেম্বর সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পর্ব সমাপনী পরীক্ষা চলছে। এ পরীক্ষা প্রতিদিন দুই বেলা (সকাল ১০.০০ থেকে বেলা ১.০০ এবং বেলা ২.০০ থেকে ৫.০০) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদেরকে বহু কষ্টে আসা-যাওয়া করে পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়। শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্বান্ত নিয়েছে।

তাহলে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কি চলবে নাকি চলবে না। শুভংকরের ফাঁকি থেকে রক্ষা হোক কারিগরি শিক্ষার্থীদের। এখানে বিভিন্ন ছুটি শুরু হয় যেদিন থেকে সেদিন থেকে শুরু হয় পরীক্ষা। ফলে একাডেমিক ক্যালেন্ডারে ছুটি থাকে কিন্তু সেই ছুটি কেউ ভোগ করতে পারে না। এবার এর অবসান হবে বুঝি।

নাকি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখাবে কারিগরি শিক্ষা বোর্ড। আর শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিবে বাড়তি যন্ত্রনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।