আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা পাতা শুকনো পাতা


ঝরা পাতা শুকনো পাতা সরসিজ আলীম তোমাদের জন্য কিছু ঝরা পাতা শুকনো পাতা জড়ো ক’রে রেখেছি, সাগর থেকে তুফান বয়ে আনবে কিছু নুন, নদির লু হাওয়া বয়ে আনবে কিছু বালু, নুন আর বালু বসবে এসে জড়ো করা শুকনো পাতার উপর। তুফান আর লু হাওয়া ধরাধরি ক’রে কাঁধে ক’রে এনে ঝরা পাতাগুলোকে ঢুকিয়ে দেবে তোমাদের ফুসফুসের ভেতর। ঝরাপাতা, নুন আর বালি ধারণ ক’রে তোমাদের ফুসফুসেরা স্বাস্থ্যবান হ’য়ে উঠবে, আর তুফান আর লু হাওয়ায় বলশালী হবে তোমাদের আর তোমাদের সন্তানদের রুগ্ন ফুসফুসগুলো। তখন সব রকম রক্তচক্ষুতে চোখ রেখে আগুনের দৃষ্টি ফেরাতে সাহসী হ’য়ে উঠবে তোমরা। আরো কিছু জড়ো ক’রে রেখেছি ঝরাপাতা, এখন খোলা উনুনে আগুন দিতে পারো, আগুনকে ঘিরে ব’সে এক অন্যের দিকে চেয়ে চেয়ে থাকতে পারো, এ আগুনে চালটা ডালটা ফুটিয়ে নিতে পারো। ১১.০৮.২০১০, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।