আমাদের কথা খুঁজে নিন

   

চার হাতে চার পুত্র!

বাঙ্গাল মানুষ
শুধু মা কিংবা বাবার কোলজুড়ে নয়, বরং ওদের কোলে নিতে মা-বাবার চার হাতই ব্যস্ত রাখতে হয়! এককভাবে মা কিংবা বাবার পক্ষে ওদের সবাইকে কোলে নেওয়া সম্ভব নয়! ওরা সংখ্যায় চারজন। জন্ম নিয়েছে একইসঙ্গে। রবিবার একইসঙ্গে এই চার পুত্রসন্তানের জন্ম দিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার গৃহবধূ সেলিনা রহমান পরিবারে খুশির জোয়ার এনেছেন। বর্তমানে ওই চার নবজাতক ও মা সুস্থ রয়েছেন। একসঙ্গে চার পুত্রসন্তান পেয়ে দারুণ উৎফুল্ল ওদের মা-বাবা।

জানা যায়, উপজেলার ছোট বক্সনগর গ্রামের আরিফুর রহমানের স্ত্রী সেলিনা রহমান প্রথমে নবাবগঞ্জ নিউ লাইফ ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফি করে জানতে পারেন চার যমজ সন্তানের কথা। এরপর তাঁর বড় ভাই ডা. রফিকুল ইসলাম ও ভাবি ডা. শোভা ইসলামের তত্ত্বাবধানে থাকেন। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জেসমিন বানুর শরণাপন্ন হন। রবিবার ডা. জেসমিন বানুর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম সফল অস্ত্রোপচার করে। চার সন্তানকে নিয়ে সেলিনা রহমান বান্দুরায় তাঁর বাবা ছিদ্দিকুর রহমানের বাড়িতে অবস্থান করছেন।

চার সন্তানের নাম রাখা হয়েছে-আবু বক্কর ফারদিন, ওমর ফারুক আদিয়াত, ওসমান গনি আরিয়ান ও আলী আরেফিন শায়ান। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল আড়াই পাউন্ড। ওই চার নবজাতকে দেখার জন্য আশপাশের গ্রামের উৎসুক জনতা ছিদ্দিকুর রহমানের বাড়িতে ভিড় করছে। চার সন্তানের জনক মো. আরিফুর রহমান ও মা সেলিনা রহমান জানান, তাঁদের সন্তানরা সুস্থ রয়েছে। ওদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে তাঁরা আর কোনো সন্তান নেবেন না।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।