আমাদের কথা খুঁজে নিন

   

কাগজে-কলমে বাংলাদেশ ।।



কাগজে-কলমে বাংলাদেশ, কিন্তু বাস্তবে ভাংগাদেশ। কথাটা বলতে খারাপ লাগল, কিন্তু বাস্তবে তাই। আমরা ব্লগে ছাগু-ভাগু নিয়াই তর্ক করি, গালি-গালাজতো এখন নিত্যদিনের ব্যাপার। কিন্তু মৌলিক ব্যাপারগুলোতে সবাই আওয়ামী, বিএনপি কিংবা জামায়াত পন্থী। শেখসাহেব-শহীদ জিয়া, চার নেতার বিচার করে জাতির কলংক যতটুকু না মুছবে তার থেকে বেশী কালিমা এই ২ গভমেন্ট জাতির বুকে দিয়ে গেছে।

আজ থেকে ত্রিশ-চল্লিশ বছর পর হয়ত এই ২ নেত্রীর বিচার হবে, জাতি হয়ত আবার কলংকমুক্ত হবে ! এভাবে যাবে আমাদের দেশের ভবিষ্যত। এই থেকে বাচার কোনো উপায় দেখছিনা। পৃথিবীতে সকল জাতি যেখানে নিজেদের ডেবলপ করার প্রাণান্তর চেষ্টা করে সেখানে আমাদের দেশে সরকারি দল বিরোধীদল দমনে ব্যস্ত। পলিটিক্সের খারাপ দিকগুলো আমাদের দেশে ইউজ হয় কিন্তু ভালো দিকগুলোর ইউজ হয়না বললেই চলে। এই গভমেন্টকে দেশের মানুষ অনেক আশা করেই সরকারি আসনে বসালো, কিন্তু তারাও পুরোপুরি ব্যর্থ অথবা বলা চলে তারা কোনো চেষ্টাই করেনি।

তাই এই জাতির ভবিষ্যত আফ্রিকার কোনো নিম্ন শ্রেণীর জাতির সাথে তুলনা করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।