আমাদের কথা খুঁজে নিন

   

আব্বু আসে না কেন?



আর দুইমাস পরে তিন বছরে পা দিবে সে। রাত্রে ঘুমাতে গেলে মায়ের কাছে শুরু হয় যত বায়না। মায়ের চুল ধরে হাতে মুঠি পাঁকাবে আর গল্প করবে। -আম্মু পিছনের চুল ধরবো। - ধরো।

হাত ঘুরিয়ে মায়ের মাথার পিছনে নিয়ে লম্বা চুলগুলো নিয়ে শুরু হয় খেলা। মায়ের মুখের সাথে মুখ লাগিয়ে আবার গল্প শুরু হয়। - আম্মু! - উঁ - এখান তিনটা বালিশ কেন? - তুমি ঘুমাবে। - এইটা আমার বালিশ না? ওইটায় কি আব্বু ঘুমাবে? - হ্যাঁ - আব্বু আসে না কেন? আব্বু কবে আসবে? মা ও ছেলে গরমের ছুটি নিয়ে বেড়াতে গেছে। একজন বাবার বাড়ী আরেকজন নানার বাড়ী।

প্রতিদিন ছেলের গল্প শুনি আর ছটফট করি কবে যেতে পারবো সেখানে! সবকিছু ঠিকঠাক থাকলে আর দুই সপ্তাহের মধ্যে আমার ছেলের একটি ফুটফুটে ছোট বোন আসবে পৃথিবীতে। ব্লগার বন্ধুরা আপনাদের কাছে দোয়ার প্রার্থনা আমার অনাগত সন্তান ও তার মায়ের সুস্থতার জন্যে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।