আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত নেতার দল বদল নিয়ে রহস্য!

বাঙ্গাল মানুষ

জামায়াত নেতা এইচ এন এম শফিকুর রহমানের আকস্মিক দল বদলের ঘটনায় নানামুখী গুঞ্জন শোনা যাচ্ছে। দেশে যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রেক্ষাপটে ছাত্রশিবিরের রাজনীতি থেকে উঠে আসা একনিষ্ঠ এই জামায়াত নেতা গত মাসে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। একাধিক জাতীয় দৈনিকের প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে তার এই দল বদলের বিষয়টি বেশ তাৎপর্যবহ বলে অনেকের ধারণা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অধিবাসী শফিকুর রহমান ছাত্র জীবনে শিবিরের সাথী ছিলেন। শিক্ষা জীবনের পাঠ শেষে তিনি জামায়াতে যোগ দেন।

এতে জোট সরকারের আমলের সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি আইসিএল (আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড) গড়ে তোলেন। যার অধীনে পরিচালিত হয় আইসিএল সল্ট, আইসিএল রিয়েল স্টেটসহ একাধিক প্রতিষ্ঠান। রাজধানীর পুরানা পল্টনে জামায়াতের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে আইসিএল অফিস। জোট সরকারের আমলে এই সংস্থার চেয়ারম্যান পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের লোভ দেখিয়ে অনেক লোককে তিনি প্রতারিত করেছেন বলে অভিযোগ অছে।

তার ব্যবসার ধরন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও অনেকবার প্রশ্ন উঠেছে। কিন্তু তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াতের রাজনৈতিক প্রভাবের কারণে ওই সব অভিযোগ টিকেনি। এতে অনেকটা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে গেছেন তিনি। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের শোচনীয় পরাজয়ের পর রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যান শফিকুর রহমান। ২৯শে জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেপ্তার হলে তিনি দল বদলের সিদ্ধান্ত নেন।

২২শে জুলাই এইচ এম এরশাদের সঙ্গে তার বনানী অফিসে সাক্ষাৎ করে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। পর দিন দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রথম পাতায় ওই যোগদানের সচিত্র বিজ্ঞাপন ছাপা হয়। যা দেখে জামায়াতের ভেতরে নানা রকম কানাঘুষা শুরু হয়। কিন্তু কৌশলগত কারণে তা প্রকাশ পায়নি। দেশের একমাত্র ক্যাডারভিত্তিক সংগঠন জামায়াতে ইসলামী থেকে হঠাৎ দল বদলের বিষয়ে শফিকুর রহমান বলেন, আমি ছাত্রাবস্থায় শিবিরের সাথী ছিলাম।

তবে এর পর জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিল বটে, কিন্তু দায়িত্বশীল কোন পদে ছিলাম না। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টিকে আমার কাছে ভাল লেগেছে। তাই আমি এই দলে যোগ দিয়েছি। এদিকে জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং চৌদ্দগ্রাম এলাকা থেকে নির্বাচিত সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে এই মুহূর্তে শফিকুর রহমানের অন্য কোন দলে যাওয়ার সুযোগ নেই। এজন্য তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.