আমাদের কথা খুঁজে নিন

   

কি নিয়ে কবিতা লিখব ?

কবিতা মনের কথা বলে।

একটি কবিতা লিখতে চাই, কিন্তু কি লিখব ভেবে পাই না? সবাই লিখে ছেলে মেয়ের প্রেম কাব্য নিয়ে। আমি লিখব কি নিয়ে? ফুল ফল জল নদী নালা খালবিল, চারদিকে করে কিলবিল কেউ দেখে না ? ভোরের প্রাকৃতিক সন্দৌয্য , জোস্না রাতের- তারার ঝিলিমিলি আর জোনাক পোকার মিটিমিটি আলো ঝিঁ ঝিঁ পোকার সুমধুর ছন্দের তাল, কেনই বা কবিতায় প্রতিপাদ্য হয় না? কুকিলের মন মাতানো বিরহী প্রেমের সুর কেনই বা কবির মন কাড়ে না? শঙ্খচিল পানকৌড়ি আর ভোরের কাক বা ডাহুকের গল্প কবিতায় আসে না। গাঙ শালিকের ডানা ঝাপটানো ময়ুর ময়ুরীর অনাবিল প্রেম আজ আর নেই, আছে কপোত কপোতীর অনমনীয় মেলামেশা- এইতো মহাকাব্য! গল্প কবিতা গানে। আমি কি নিয়ে লিখব কবিতা? সবাই যে সব দখল করে বসে আছে, ধার করা যাবে না কারন শোধানো দায় , আজ কাল ধার করা অনেক কাব্য বাজারে পাওয়া যায়,সস্তায় বস্তায় ভরা। রাস্তার পাসে গলির মোড়ে অনেক কবি আছে, কতই কিছু লিখে তারা সব যে ভরে গেছে। আমি আর কি লিখব কবিতা ? হাসি গল্পের গানে,দোয়েল কোয়েল পাখির সুরে মনটি আমার টানে। রাখাল যখন বাজায় বাশি ভর দুপুরের রাগে, বিরহী প্রান করে আনচান,অজানা অচীন ডাকে। কি নিয়ে লিখব গল্প কবিতা একটু অবাক লাগে? যা কিছু লিখি হয় আঁকাবাকা হয় না অনুরাগে, এইতো লেখা কতনা দেখা, দেখছি জীবন ভর- একটু লিখতে ভাবছি শুধু হচ্ছে ভীষন ডর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।