আমাদের কথা খুঁজে নিন

   

আজ নবীন-প্রবীণ কবিদের মহাসমাবেশ


আজ নবীন-প্রবীণ কবিদের মহাসমাবেশ সরসিজ আলীম কাঁটাবনস্থ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে ২য় বর্ষার বইমেলা। এ যাবৎ প্রতিদিন লিখেছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে মেলাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি যেখান থেকে যে বিষয়টা দেখেছি যেভাবে দেখেছি, এভাবে কারো চোখে নাও পড়তে পারে। তবে আমার চেষ্টা আছে যতবেশি সম্ভব মেলার তথ্য তুলে ধরা।

মেলাকে মেলে ধরা যেন পাঠক মেলাতে আসতে উৎসাহ পায়। আমার লেখা প’ড়ে অনেকেই মেলাতে গিয়েছেন। একে অন্যকে উৎসাহিত করেছেন। আমার প্রেরণার জায়গাটা এখানে। আজকে যে বিষয়টা নিয়ে লেখার কথা তা গতকালই লেখা হ’য়ে গিয়েছে।

৯ম দিনে সিরাজুল ইসলাম চৌধুরী ও সলিমুল্লাহ খান আলোচনা করলেন আমাদের প্রবন্ধ সাহিত্য নিয়ে। আলোচনা জম্পেস ও মনোমূগ্ধকর ছিলো। এই আলোচনাটা আমি বিশেষ আগ্রহ নিয়ে প্রথম সারিতে ব’সে শুনেছি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে। সময় স্বল্পতার কারণে এ বিষয়ে আজ বেশি কিছু লিখবো না। বইমেলা নিয়ে লেখালেখি অনেকদিন চলতে থাকবে।

আজ বইমেলার ১০ম দিন। মেলার সময় না বাড়লে আজই শেষ দিন। আসুন, বন্ধুরা মেলা থেকে ঢু দিয়ে যান। আজ কবি সমাবেশ। নবীন-প্রবীণ কবিদের মহাসমাবেশ।

আমারো কবিতা পড়ার ইচ্ছে আছে। আমি নতুন কিছু কবিতা পড়তে চাই। আজ মেলার স্টলগুলোতে কবিতার বই বেশি বেশি রাখার ঘোষণা দেয়া হয়েছে। আজকে আপনার প্রিয় কবিতার বইটি পেয়ে যেতে পারেন। আসুন কবিকণ্ঠের কবিতা আবৃত্তি উপভোগ করুন।

মেলার ছবি দেখুন:
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।