আমাদের কথা খুঁজে নিন

   

ধরা যাবে না ছোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা



- - - - - - -- - - চারদিক কেমন যেন বদ্ধ এখানে সময় যেন থেমে আছে যেন এক রুদ্ধশ্বাস প্রতীক্ষা কেমন যেন এক অসীম পরাধীনতা মুখ দিয়ে এক রা বের করা যাবে না কলম দিয়ে লেখা যাবে না পড়ার টেবিল থেকে কলম ফেলে দিয়ে হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে ....তুই সন্ত্রাসী চাপাতি দিয়ে কোপাবে আমি-- "নো টক" ঘর থেকে ডেকে নিয়ে গুম করে ফেলা হবে হাটার অধিকার নেই কয়েকজন মিলে স্লোগানের অধিকার নেই অন্যায়কে অন্যায় বলার অধিকার নেই কিছুই বলা যাবে না কিছুই ছোয়া যাবে না করা যাবে না বলা যাবে না দুশ শালা এ কেমন স্বাধীণতা ধরা যাবে না ছোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা শেষ করব একটা ফ্যারাডী গানের অংবিশেষ দিয়ে এ কেমন রাজ্য রাজার এ কেমন রাজ্য রাজার অপরাধী পায়না সাজা কোন কারণে তার পিছনে লুকায় তারা খুনিরা খুন ঝরিয়ে খুনিরা খুন ঝরিয়ে আবারো বুক ফুলিয়ে দিনের বেলায় সাধু সেজে ঘুরছে দেদার ভালোতো বলছো রাজা সাথে তোমার চামচারা রাজ্য নাকি তোমার বাবার একলা গড়া .................................. এরপর আর মনে নাই গানটা দু:খিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।