আমাদের কথা খুঁজে নিন

   

MS file toPDF

আপনি যদি জীবনে ক্যারিয়ার চান তবে লম্বা করে নি:শ্বাষও নেবেন না, কেননা তাতেই আপনি অন্যর চেয়ে পিছিয়ে পড়বেন।

আমরা জানি বর্তমান যুগে pdf( portable document format)ফাইল এর মুল্য অনেক। এই পিডিএফ ফাইল বানান ও প্রসেসিং এর ব্যাপারে একটু আলোচনা করব। এম.এস/এক্সেল টু পিডিএফ : আপনার এম.এস ফাইলটি পিডিএফ বানানর জন্য আপনাকে যা করতে হবে তা হলো : ১. যেকোন পিডিএফ প্রিন্টার সফটওয়ার ডাউনলোড করুন । এই লিংকটি ফলো করুন যা ট্রাস্টটেড :http://www.ronyasoft.com/products/pdf-printer/files/ronyasoft-pdf-printer.zip ২.রনিয়া সফটওয়ারটি প্যাচিং করে ইন্সটল করুন।

৩. যে এম.এস ফাইলটি পিডিএফ বানাবেন তা ওপেন করুন এবং প্রিন্ট এ গিয়ে প্রিন্টার সিলেকশন করুন রনিয়া প্রিন্টার। ৪.এবার আপনার কাছে সেভ মুড ফাইলটির নাম দিতে বলবে। নাম এম.এস ফাইল মতে দিবেন। ৫.এরপর অটোমেটিকলি ফাইলটি ফটোশপ দিয়ে ওপেন হবে। আপনি এবার পেজটি ক্যালকুলেশন ঠিক রেখে ( রেজুলেশন ১০০ এর বেশি না দেয়া ভাল) ওপেন করুন।

৬.এরপর ওপেন হয়ে থাকা ফাইলটি সেভ অ্যাজ মুড জেপিইজে রাখুন। দেখবেন আপনার এম.এম ফাইলটি চমৎকার ছবিতে পরিনত হয়ে গেছে। আর ওদিকে দেখবেন পিডিএফ মুডও হয়ে গেছে। কাজটির ব্যাপারে কোন প্রশ্ন থাকলে মতামত জানান ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।