আমাদের কথা খুঁজে নিন

   

আর একটা জর্জ মিয়া গল্প না বানাইয়া। দেশের সব গার্মেন্টস শ্রমিকরে মাইরা ফেলান পুলিশ ভাইয়েরা


গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতারকৃত ৬ মহিলা শ্রমিককে ডিবি পুলিশ সোমবার সাংবাদিকদের সামনে হাজির করে। তাহইলে কী ভারতের ষড়যন্ত্র, জামাতের ষড়যন্ত্র, বিএনপির ষড়যন্ত্র, অদৃশ্য শক্তি সবই উদ্ধার করা হইল এই ছয়জনের মাধ্যমে। পুলিশ আর মন্ত্রী এন্ড নেতা 'স গ্রুপ মেলাদিন কইল তারা মূল শক্তিরে চিহ্ণত করতে পারছে। তাহলে এই ছয়জনই প্রধান? শ্রমিকদের মূল সমস্যার সমাধান না করলে এই ভাঙ্গচুর চলেবেই। এতবার গার্মেন্টসে আগুন লাগল।

এত মানুষ মরল কই দায়িত্ব অবহেলায় ডিবি ভাইয়েরা তো একজনরেও গ্রেফতার করতে পারলেন না। ডান্ডার ভয় দেখিয়ে শ্রমিকে থামিয়ে রাখা যায় না। তবে চেষ্টা করা যাইতে পারে। ইতিহাস ভুল ইহা প্রমাণ করার জন্য। আসনে আমরা বাংলাদেশ নামক ল্যাবে ইহা পরীক্ষা করি ।

ছবি শীষনিউজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।