আমাদের কথা খুঁজে নিন

   

নারী তুমি অজানা?

পাথরের উপর চোখের জল ফেলো না তোমার চোখের জলটাই নষ্ট হবে পাথর ভিজবে না !

নারী তুমি ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জ্বলন্ত লাভা! আবার নারী তুমি বিশ্বজয়ী মাতা? নারী তুমি মাদকের মতো দূরন্ত ভয়াবহতা! আবার নারী তুমি কনকনে শীতে উমের কাঁথা? নারী তুমি নিকোটিনের মতো বিষাক্ত বিষ! আবার নারী তুমি গৃহ কল্যাণের মহৎ আশীষ? নারী তুমি ডিনামইট এর ন্যায় ধ্বংশের মূল শাখা! আবার নারী তুমি মাদার টেরেসার ন্যায় শীতল পাখা? নারী তুমি রাগে মূর্তমান কালনাগীনি সাপ! আবার নারী তুমি সিক্ত হৃদয়-পটে সুশীতল ধাপ? নারী তুমি আশাহত যুবকের করুণ মৃত্যু ছাপ! আবার নারী তুমি পুরুষের প্রেরণার উজ্জ্বল মাপ? নারী তুমি সমুদ্রের ঢেউ এর মতো আশান্ত আভা! আবার নারী তুমি মাতৃকোড়ে মায়ের শোভা? নারী তুমি কালো মেঘের ভয়াল অমানিশার স্রোত! আবার নারী তুমি ঘোর বিপদে ঝাপিড়ে পড়া দূত? বদরুল ইসলাম প্রিন্স সিলেট- ২৯/০৫/২০১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.