আমাদের কথা খুঁজে নিন

   

যখন আমি ওয়াচে ছিলাম-১

জীবন চলছে। চলতেই হবে। এই চলার পথের চেনা-অল্পচেনা অথবা অচেনা মানুষগুলোর গল্প এভাবেই বলে যাবো প্রতিনিয়ত ।

ব্লগ লিখেছেন: ২ সপ্তাহ ১২ ঘন্টা নিয়ম অনুযায়ী ৭ দিন ওয়াচে থাকার কথা। পেরিয়ে গেল ২সপ্তাহ ১২ ঘণ্টা।

সামু , তুমি ধৈর্যের পরীক্ষা নিচ্ছো? নাও । আমিও দেখতে চাই আমার ধৈর্যের সীমা কতটুকু। ওয়াচের পর কোন কারাগারে নিবে ? জেনারেল? সেখানে কতদিন? আরো ৭ দিন ? নাকি ৭ মাস? আমিও দেখি , আমাকে মুক্তি দিতে তুমি কতদিন সময় নাও। একজন ব্লগারকে পর্যবেক্ষণ করতে তোমার সময় লাগে কতদিন? ৭ দিনের পর্যবেক্ষণের কথা বলে তুমি আটকে রাখো ২ সপ্তাহ। কারো কারো ক্ষেত্রে এ সময়কাল হয়তো আরো বেশি।

তারপরও তো তুমি তাদের চিনতে পারো না। তাদের ভিতরটা দেখতে পাও না। প্রথম পাতায় অ্যাক্সেস পেয়ে তারা যখন যাচ্ছেতাই পোস্ট দিয়ে অন্য ব্লগারদের বিরক্তি সৃষ্টি করে তখন কোথায় থাকে তোমার পর্যবেক্ষন? এর চেয়ে বরং তুমি বিভাগ খুলে ফেল - রাজনৈতিক, ধর্মীয় , গল্প-উপন্যাস, কবিতা , সাহায্য পোস্ট ইত্যাদি ইত্যাদি। সেই ভালো হবে। যার যেটা দরকার খুঁজে নেবে।

আপাতত তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই। [ যথারীতি উল্টা-পাল্টা বকলাম। আপাতত এই লেখা কারো চোখে পড়ার চান্স নাই। তারপরও কোনভাবে চোখে পড়ে গেলে পাগলের প্রলাপ ভেবে একটা মাইনাস দিয়ে যেয়েন । ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।