আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের হিসাবে পৃথিবীর গ্রন্থ সংখ্যা প্রায় ১৩ কোটি!

জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়।

সারা বিশ্বে সব মিলিয়ে বইয়ের সংখ্যা ১২ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৮৮০টি! সম্প্রতি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বই গণনায় এ তথ্য জানা গেছে। এক পৃথিবীর মোট বইয়ের সংখ্যা গণনা করেছে গুগল। গুগল বুকস ব্লগে প্রকাশিত এ গণনায় বলা হয়, প্রতিটি একক বই হিসেবে সারা পৃথিবীর সর্বমোট বইয়ের সংখ্যা এমনই হয়। শুধু বই নয়, গুগলের এ গণনায় বই হিসেবে ছাপা হওয়া বিভিন্ন ফিচার, লেখা ও সাহিত্যকেও ধরা হয়েছে। তবে মূল বই ছাড়া বিভিন্নভাবে প্রকাশিত অন্যান্য বইকে এ গণনা থেকে বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রন্থাগার ও বইয়ের তালিকার তথ্য ব্যবহার করে তৈরি মেটাডেটা ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বের মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ১০০ কোটি! তবে পরবর্তী সময়ে মূল বই খুঁজতে গিয়ে দেখা যায়, বইয়ের সংখ্যা কমেছে প্রায় ৪০ কোটি! এর পরও বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে চূড়ান্তভাবে বের হয়, সারা বিশ্বের বই সংখ্যা বর্তমানে ১২ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৮৮০টি।গুগলের বিবেচনায় আসল একক ছাপা বইয়ের এ সংখ্যা নির্বাচনে মানচিত্র এবং ক্ষুদ্রাকৃতির বইগুলোকেও বাদ দেওয়া হয়েছে। গুগলের এক কর্মকর্তা জানান, গুগলের এ প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে, পৃথিবীর সব বই স্ক্যান করার মাধ্যমে ডিজিটালাইজড করা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।