আমাদের কথা খুঁজে নিন

   

আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে।

http://media.somewhereinblog.net//images/authors/shuvro1blog-SouMu-italy.jpg

এই গ্রাম বাংলার কৃষকের সঙ্গে "বৃষ্টি" কথাটি ওতপ্রোতভাবে জড়িত। এই বৃষ্টির মাসে কৃষক তার সশ্য ফলায় মাঠে। মনের সুখে গান গায় আর চারা বুনে মাথায় মাথল দিয়ে। কিন্তু সারাদেশে বৃষ্টির অকাল কৃষকে ভাবিয়া তুলিয়াছে। অনেক জায়গায় তাঁরা এখন পর্য্যন্ত আমনের চারা রোপন করতে পারে নাই বৃষ্টির অভাবে। সারাদেশের অনেক জায়গায় পাট চাষীরা পাটে জাক দিতে পারছেনা বৃষ্টির কারনে। তাই আসুন মহান সৃষ্টিকতার কাছে প্রার্থনা করি আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।