আমাদের কথা খুঁজে নিন

   

এই মুহূর্তে মনের অবস্থা বীরের মতো উত্তেজিতো, ক্ষুদ্ধ, বিরক্তিতো,রাগান্বিত,...................অবশেষে বঞ্চিত ভেবে শান্ত।



এই মুহূর্তে মনের অবস্থা বীরের মতো উত্তেজিতো, ক্ষুদ্ধ,বিরক্তিতো, রাগান্বিত,...................অবশেষে বঞ্চিত ভেবে শান্ত। এর একটি কারন আছে । তাহলো লোডশেডিং। সারাদিন প্রতি ঘন্টায় লোডশেডিং হলেও রাতের লোডশেডিংটা বেশি বিরক্তকর, তবুও সেটা যদি হয় রাত ২টার সময়। সৌভাগ্য ক্রমে আমরা গণভবনের আশে পাশেই আছি।

তারপরও এমন লোডশেডিং!!!! আচ্ছা বর্তমান প্রধান মন্ত্রী, সাবেক প্রধান মন্ত্রী - তারাও কি এই লোডশেডিং এর ভুক্তোভুগি? হলে ভালো এবং দরকারও আছে। কিন্তু মনে হয় না, তারা এর আওতায় আছেন। থাকলে বুঝতেন কিরকম অনুভূত হয়! আচ্ছা, আমরাতো বিদ্যুৎ বিল বকেয়া রাখি না। এখন অবশ্য তেমন কারো নামও শুনিনা যে, তারা বিদ্যুৎ বিল খেলাপি। তাহলে আমরা টাকা দিয়ে, মিটারের অতিরিক্ত ভাড়া দিয়ে, সার্ভিস চার্জ (কানসাটের কথা মনে পড়লো, মনে পড়লো বীর- গোলাম রব্বানীর কথা) দিয়ে কেনো পাইনা বিদ্যুৎ? এর উত্তর কোথায়, কে দিবে? বর্তমান সরকার বলছে ২০১২ সালে দেশ লোডশেডিং হবে, এটা কি বিশ্বাস যোগ্য বলে মনে হয় আপনাদের? বিদ্যুৎ নিয়ে বর্তমান প্রধান মন্ত্রীর ( যিনি নিজেই এ বিয়য়ে মন্ত্রী) উদ্দ্যোগ প্রশংসনীয়, তবুও সংশয় থেকে যায়।

স্বাধীনতার ৩৯ বছর পরও কেনো এই সমস্যা থেকে যায়? ধরি ২০১২ সালে লোডশেডিং চলে গেলো !!! তার মানে চাহিদার তুলনায় ৩০% বেশি উৎপাদন থাকতে হবে। এর উদাহরন মালয়েশিয়া। এটা কি আদৌ সম্ভ্যব বলে মনে হয়....!!!!!!??????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।