আমাদের কথা খুঁজে নিন

   

জনৈক এক তসলিমা নাসরিন বিদ্বেষী'র চরিত্র

কোনও একদিন বছর গেলে শুনি কোথাও সে বৃক্ষ হতে চেয়ে চেয়ে হয়েছেও, আমি ঘাস, ঘাসই রয়ে গেছি, ফুল ফোটাই, দিনভর আকাশ দেখি, বাঁচি।

বেশ কিছুদিন আগে তসলিমা নাসরিনের নাম করে একটা অশ্লীল কবিতা ছাপিয়েছিল জাহের ওয়াসিম নামে একজন। আমি তার প্রতিবাদ করে আমারব্লগ ,প্রথম আলো ব্লগে আর সামহ্যয়ারইনে পোস্ট লিখেছিলাম। তসলিমা নাসরিনের অনেকগুলো কবিতা দিয়ে দেখিয়েছিলাম যে ঐ কবিতা ওঁর না। আজ সেই জাহের ওয়াসিম ফেসবুকে আমায় একটা মেসেজ পাঠিয়েছে।

মেসেজটা পাঠিয়ে সে খুব বড় একটা ভুল করেছে। সে আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে। এবং সে যে ভাষা প্রয়োগ করেছে, তাতে বোঝাই যায় নকল কবিতাটা তারই লেখা ছিল। শুধু ওটাই নয়, সে তসলিমা নাসরিনের নাম করে আরো দু'টো কবিতা দিয়েছে ইন্টারনেটে। ওগুলোও তারই লেখা।

তার মেসেজটা এরকম - এই বেকুব তোর সমস্যাটা কি? অনেকদিন মনে হয় বানানি কাস না(এটা ঠিক কি বলল বুঝিনি) কবিতা পড়ছস কয় পিস জীবনে? তুই ঢাকা কলেজের সামনে আয় আমি তোরে রেফারেন্স দিচ্ছি? তোর তোর পাছা দিয়া দিমু আমি উত্তরে লিখেছি - বাহ! দারুণ মেসেজ! এটার স্ক্রীনশটটা আমার আন্দোলনে খুব কাজে লাগবে। থ্যাঙ্ক ইয়ু সো মাচ! এই লিঙ্কে গিয়ে স্ক্রীনশটের ছবিটা বড় আকারে দেখুন - আত্মহত্যার নোট ফেসবুকে ছবিটার লিঙ্ক -ত্রিভুজের চাচাতো ভাই জাহের ওয়াসিমের একখানি সাহিত্যকর্ম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.