আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর মিস্টি ----দুই বাউন্ডুলে

আমি আর মিস্টি...দুই বাউন্ডুলে ...ক্লাস-টাস এর কোনো খবর নাই..সারাদিন এটা-ওটা করে বেড়াই..মাঝে মাঝে আমাদের কার্যকলাপ দেখে মনে হয় আমরা এখানে হলিডে তে এসেছি.... জার্মানিতে language ছাড়া জব পাওয়া খুব টাফ....কিন্তু আমরা ২ হনুমান ২ বছরেও কিছুই শিখতে পারলামনা... আর যখন ব্যাঙ্ক এ টাকা থাকেনা তখনই কেবল জব এর কথা মাথায় আসে...আর নাহয় সারাবছর টোটো করে ঘুরাঘুরি আর হাতে কয়টা টাকা আসলেই কেমনে খরচ করব সেইজন্য প্রানপণ চেষ্টা শুরু হয়ে যায়....২ জন ই বাসায় বসে বসে হা-হুতাশ করি যে আহারে আমাদের জব নাই,,একটা জব এর খুবই দরকার,,কালই বের হব জব খুজতে....কিন্তু পরদিন সকালে আর মনে থাকেনা.... মাঝে মাঝে মজাই লাগে ভাবতে যে যাই হোক আমার মত আর একটা অগোছালো-বাউন্ডুলে পাবলিক ও আছে এই দুনিয়াতে....মনে আছে গত রোজার ঈদ এর আগেরদিন এক বড়ভাইয়ার বাসায় দাওয়াত ছিল...আমরা লাস্ট বাস ধরেছিলাম রাত ১১.৫৯ এর...বাস এ আর একটাও লোক নেই...আমরা ৩ জন ,আমি-নিশা-মিস্টি আর বেচারা বাস ড্রাইভার...ঐদিন আবার স্যাটারডে নাইট ছিল...তো আমরা ভাবলাম বেচারা বুড়া বাস ড্রাইভারটাকে entertain করা যাক...আমরা তো সেই গান শুরু করলাম....দেখি বাস ড্রাইভার অবাক হয়ে সামনের গ্লাস দিয়ে মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছে.....আমাদের কি আর সুরের খেয়াল আছে...? আমরা তো গান গেয়েই চলেছি...তবে বাস থাকে নামার আগে যা বুঝলাম তা হলো বাস ড্রাইভার ভাবসে আমরা সবাই drunk .....আমরা বুঝতে পেরে একজন আরেকজনের দিকে তাকিয়ে আমরা ottohashi দিলাম আর বাস ড্রাইভারটা মনে হয় আরো কনফার্ম হলো যে মেয়েগুলা আসলেই মনে হয়...... তারপর আর একটা বাস...same কাহিনী করলাম...আসলে মজাই লাগছিল....পরে ১০ মিনিটের হাটা পথেও এক ই কাহিনী করলাম...ঐদিন জানি কত মানুষের ঘুম ভাংসে কে জানে...এখানে তো দেখি সবাই খুব জলদি ঘুমাতে যায়....রাস্তায় কয়টা ছেলে পেলাম আধা drunk ....আমরা তো আমাদের মত গেয়েই চলেছি আর ওই ছেলেগুলো ও ভাবলো আমরা drunk ....হা হা হা...মজাই লাগছিল আর আমরা ৩ জন feel করছিলাম যে drunk না হয়েও কিভাবে drunk হওয়ার feelings নেয়া যায়.....ঐদিন রাতে অনেক মজা করসিলাম বাসায় এসেও...ঈদ এর আগের দিনটা একবারে ঈদ এর আগেরদিন এর মতই লেগেছিল.....আর একদিন মনে আছে exam বাদ দিয়ে বৃষ্টিতে ভিজেছিলাম....আমরা ঐদিন কবি হয়ে গেসিলাম ..... সেই exam এখনও দেয়া হয়নি..... আমার আর মিস্টির আর একটা জিনিস এও মিল আছে...এটা হলো damn care ভাব...যা আছে কপালে তাই হবে ,,কষ্ট করে এত চিন্তা করতে পারবনা....সরি ... তবে আজকে অনেকদিন পর আবার একটা ভালোদিন কাটালাম আমরা ২ জন ..আগে আমরা একই বাসায় থাকতাম...বাসাটা একটু পাহাড়ের উপরে ছিল আর তার উঠতে কষ্ট হত দেখে বাসা চেঞ্জ করে ফেলল...আজক ওকে আমার নিউ রেসিপি মাছ ভর্তা আর শাক খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম...তারপর আবার একটু শুটকি মাছ রান্না করলাম...জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে বেশ ভালই একটা খাওয়াদাওয়া হলো...চিকেন ,ব্রেড , থুন ফিস আর পাস্তা খেতে খেতে জীবন অতিষ্ঠ.....তাই আমি এখন আমার নিউ প্রজেক্ট ''মিশন to সুপারমার্কেট: make সামথিং নিউ '' নিয়ে আছি.....একটা একটা বানায় আর আম্মাকে ফোন দিয়ে জ্বালাই...... আমাদের কাজ খালি খাওয়া ,ঘুম,,মুভি দেখা...আল্লাহ একটু মানুষ বানিয়ে দাও এখন,,,বান্দরামি তো অনেক করলাম...আমীন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।