আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্টিনি ও ২০১২ (বেকারত্ব দূর করার সত্যিকারের রহস্য)

আপাতত রেস্টে আছি! :)

ডেস্টিনি-২০০০ ঠিক করেছে তারা ২০১২ সালের মাঝে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করবে। আজ বুঝলাম,এটা খুবই সম্ভব। এক অর্থে তারা সত্যি কথাই বলছে। . .. ... .... ..... ...... আজ অনেকদিন পর ডেস্টিনি'র এক প্রোগ্রামে গেলাম। আমার এক বন্ধু দ্বিতীয়বারের মতো ডেস্টিনিতে একাউন্ট খুলেছে।

প্রথমবার তেমন ভালো না করলেও,এই বার তার অগ্রগতি লক্ষ্যণীয় । তার সেলিব্রেশন প্রোগ্রাম ছিল এটি। আমার চোখে ডেস্টিনি কেমন,সে কথা থাক। ব্লগে এ নিয়ে অনেক ক্যাচাল দেখলাম। অন্য কোনো দিন এই ব্যাপারে পোস্ট দেওয়া যাবে।

আজ প্রোগ্রামে গিয়ে দেখলাম,ডেস্টিনির প্রোডাক্ট লাইনে বেশ পরিবর্তন এসেছে। এক সময় এরা সিরামিকের বাসন-কোসন বিক্রি করতো। এখন দেখলাম আরো নতুন প্রোডাক্ট অ্যাড করেছে। যদিও সেগুলো কতখানি দরকারী ও কেনার যোগ্য (worth buying) তা তর্কসাপেক্ষ। তবে যে ব্যাপারটিতে সবচে বেশি গুরুত্ব দেওয়া হলো,তা হলো ২০১২ সালের মাঝে বাংলাদেশকে বেকারমুক্ত করা।

আমি অবাক হয়ে ভাবছিলাম সেটা আদৌ সম্ভব কিনা। কারণ, এম.এল.এম. তো আরো অনেক দেশে আছে। তার মাঝে কোনো রাষ্ট্র বেকারত্বমুক্ত বলে আমার জানা নেই। তখনি সালটার দিকে চোখ পড়লো। বুঝতে পারলাম,ডেস্টিনির ডিস্ট্রিবিউটাররা এক হিসেবে হয়তো সত্যি কথাই বলছে।

2012!!! সাম্প্রতিক কালের ব্লকবাস্টার মুভিটার কল্যাণে কম-বেশি সবাই জানেন যে,২০১২ সালে পৃথিবী ধংস হয়ে যাবে। যদি পৃথিবীতে মাণুষই না থাকে বেকার আসবে কোথা থেকে!?! সুতরাং,২০১২ সালে বেকারত্ব পানির তলে চলে যাবে। LHS=RHS [Proved] (২১+২১=৪২ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.