আমাদের কথা খুঁজে নিন

   

We are the Champions my friend.

"মানবিক আর যৌক্তিক" অনেক অনেক আগে টম হ্যাঙ্কস এর Forrest Gump ছবিটা দেখেছিলাম। আমার দেখা সেরা ছবি এবং আমার একফোঁটা সন্দেহ নেই এতে। শত বারের উপর ছবিটা দেখেছি, তৃষ্ণা ফুরায় নি। জীবনে উথান পতন থাকেই, এবং সেটাই জীবন। সোজা স্কেল মেপে চলা যে জীবন সেটা জীবনের চেয়ে বেশী মরণ।

Forrest এক মানবের উপাখ্যান যার আই কিউ মাটির কাছাকাছি। কথা বলা শিখতেই যার কৈশোরে পা দিয়ে দিতে হয়। যে একটা সময় পর্যন্ত অসুস্থতার জন্যে পায়ে ভর পর্যন্ত দিতে পারেনা এমন এক জনের গল্প। অথচ, এই মানুষ টিই বন্ধুত্তে, বিশ্বাসে, মানবিক গুনে হাজার কোটিতে থাকা বুদ্ধিমত্তার লোকেদের হারিয়ে দেয় জীবন যুদ্ধে। মা হারায়, স্ত্রী হারায়, কিন্তু ফরেস্ট হারে না।

জীবনের সব ক্ষেত্রে ফরেস্ট সফল। অধ্যাবসায় আর নিচু মানের বুদ্ধিমত্তা তাকে যে চিন্তা ছাড়াই পথে নামার সাহস যুগিয়ে দেয়, সেটা চিন্তাশীল দের মাথায় আসা অস্বাভাবিক। নাহ, চিত্রনাট্যের কোন চরিত্র নিয়ে আমার চিন্তা নয়। ভালভাবে দেখুন চারদিক। ফরেস্ট আমাদেরও আছে।

বাবু। সুরঙ্গ খুঁড়ে একের পর এক তিরিশ টি প্রানের জীবন ফিরিয়ে দিয়েছিল সাভারে। সেতো আরামে নিজের পায়ে পা তুলে ঘুমুতে পারতো। পরিনামে তার রহস্যজনক মৃত্যু হল। এখন পর্যন্ত তা রহস্যই।

এমন একজন বীরের না দিলাম আমরা কোন সম্মান, তার মৃত্যুর সপ্তাহ পেরুতে চললেও আমরা না তুললাম কোন তদন্তের দাবী। আমাদের এই দেশে ফরেস্ট হলে চলে না। এখানকার ফরেস্ট রা জীবনযুদ্ধে হারু পার্টি। আমি বাবুর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবী জানাই, দেশবাসী কে এই বীর সম্পর্কে আরও ভালোভাবে জানানোর ব্যাবস্থা নেবার দাবী জানাই। বাবুর মৃত্যু যদি রহস্যই থেকে যায়, সে আমাদের জন্যে চরম কলঙ্ক বৈ আর কিছু নয়।

জানি, বীরপ্রসবা এই দেশে কোটি কোটি বাবু জন্মাবে আরও, এরা খ্যাতি বা পরিচিতির কাঙ্গাল নয়। এরা মাতৃগর্ভে জন্মায় না, বীরেরা জন্মায় সময়ে, সময়ের প্রয়োজনে। But, still they deserve some recognition not for them but for our sake indeed. চেনা না চেনা এমন হাজারো বাবুদের জন্যে হাজার সালাম। কুইনের একটা গান মনে পড়ে গেলো - হয়তো পুরোপুরি প্রাসঙ্গিক নয়, কিন্তু বাবুদের দেখলে বুক গর্বে ভরে যায়, আর বাঙ্গালী পরিচয়ে নিজেকে আরও দৃপ্ত করি। নিজেদের Champion বোধ হয়- বাবুর মৃত্যু রহস্য উদ্ঘাটন সেই বোধ রক্ষার জন্যেই আরও বেশী জরুরী।

সেই বোধেরই কথা কিছু। কোন ব্যাক্তি বিশেষ নয়, ধরে নেই দেশটাই গান গাইছে- I've paid my dues, Time after time. I've done my sentence. But committed no crime. And bad mistakes, I've made a few I've had my share of sand, Kicked in my face. But I've come through And we mean to go on and on and on and on We are the champions, my friends And we'll keep on fighting till the end We are the champions, We are the champions No time for losers 'Cause we are the champions of the World I've taken my bows, And my curtain calls You brought me fame and fortune, And everything that goes with it I thank you all But it's been no bed of roses, No pleasure cruise I consider it a challenge before, the human race And I ain't gonna lose And we mean to go on and on and on and on We are the champions, my friends And we'll keep on fighting till the end We are the champions We are the champions No time for losers 'Cause we are the champions of the World In-Sha-Allah we ll b da champions of da world one day. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।