আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়া আমার তোলা কয়েকটি ছবি গ্রহন করেছে

ভাতের মজা কিছুতেই পাই না।

গত ৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪১ টায় বিশিষ্ট্য ব্লগার রাগিব ভাই য়ের পোস্ট "ছবি চাই, ছবি। দিন না একটি ছবি!! (রি রি রি রিপোস্ট) " পড়ে উনার মন্তব্য "আপনার তোলা ছবি হলে পোস্টে বর্ণিত পদ্ধতিতে ইমেইল করে দিন। । ছবি অ্যাটাচ করে পাঠান, ছবিতে কী কী দেখা যাচ্ছে লিখে দিন, আর এই বাক্যটা ইমেইলে লিখবেন, I release these photos under GNU Free Documentation License" মতে আমার মোবাইল ফোনে(নোকিয়া ৬৩০০ ) তোলা বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিউটের বেশ কিছু ছবি ইমেইলে পাঠিয়ে দেই।

দুইদিন পরে ইমেইল খুলে দেখি উইকি থেকে ফিরতি মেইল এসেছে এবং তাতে কোন কোন ছবিগুলো সিলেক্ট করেছে তার একটা লিস্ট(লিঙ্ক) দিয়েছে। মেইলটা পড়ে খুবই আনন্দ লেগেছে। বহুদিন এমন আনন্দ পাইনি। যাই হোক, আমার পোস্টটি লেখার উদ্দেশ্য হল বর্তমানে মোবাইল ফোনের সহজ প্রাপ্যতার কারনে ক্যামেরা এখন সবার হাতে হাতে। তাই দেশের উল্লেখযোগ্য জায়গার ছবি, নিজ গ্রাম, নিজ শহর, নিজ স্কুল-কলেজ ইত্যাদির সুন্দর সুন্দর ছবি তুলে আমরা উইকিতে আমাদের দেশের ছবি দিয়ে আরও সমৃদ্ধ করতে পারি।

উইকির নেওয়া আমার তোলা ছবিগুলো নিচে দিলাম-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.