আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন কাঠের খাঁচা

http://www.somewhereinblog.net/blog/Paranoid
প্রোফাইলে লেইখা রাক্সে ঘুমকাতুরে যুবক। কিন্তুক তারে সারা রাইত ব্লগেই ঘুরাঘুরি কর্তে দেখা যায়। পোস্ট দেয় কম। কমেন্ট করে বেশি। এবং রিপোর্ট করে তার চেয়েও বেশি।

তার তীব্র রিপুর্টানির কারণে অনেকেই ব্যান, জেনারেল ইত্যাদি খায়া ব্লগ ছাড়ছে। (ছাগুগুষ্টি) মাথাটাকে না খাটাতে খাটাতে তেলের ড্রাম হয়ে যাচ্ছে। সমস্যা নাইক্যা, তেল এবং ড্রাম দুইটাই উপকারি বস্তু। তবে তেলের আধিক্যের কারণে আঁতেল হয়া গেলে কিন্তু অসুবিদা! আর তার সেই ড্রামের ভিত্রে যে কত ড্রামাটিক রুমান্টিক চিন্তা ঘুরপাক খায় সেইটার প্রমাণ এই পুস্ট তার সবচেয়ে ধিক্কারজনক কর্মকান্ড হৈলো খুঁচা পুস্ট দেয়া। তয় পুলাডা উপকারী আচে।

জীবনরে সহজ করে তোলার আপ্রাণ প্রচেষ্টা দেইখা আম্রা আপ্লুত। বেকার থাকার কারণে সে কিঞ্চিৎ মনোকষ্টে আচে। তয় সেইডার পিছনে কারণ অন্য সবশেষে তার আরেক্টা খ্রাপ দিক উল্লেখ কৈরা পুস্ট শেষ কর্তাচি। হে রাস্তাঘাটে মাইরপিট, ইটাইটি দেইখা বিমলানন্দ উপভোগ করে। এই যদি যুবসমাজের চিন্তা ভাবনা হয়, তাইলে আমাদের দ্যাশের ভবিষ্যত কি? ঘুমকাতুরে যুবক, ঘুমায়া পৈড়োনা।

আইজকা বাড্ডে, ফুনে কতা বলা আপাতত অফ রাইখা এক কামড় কেক খাইয়া যাউ। লেটস পারটেএএএএএএএ!!!
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।