আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস.কম নিষিদ্ধ, গুগল গ্রুপস নিষিদ্ধ, ইউটিউবও নিষিদ্ধ, রিচার্ড ডকিন্সের সাইট নিষিদ্ধ----বলেনতো কোন দেশ?

পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!
জ্বি হাঁ ভাই, বাংলাদেশ ফেসবুক ব্যান কইরা কতই না নেগেটিভ পাবলিসিটি পাইল (ফেসবুক ব্যান করাটা ঠিক হয় নাই আমর মতে--আগেই বলে রাখি), পাকিস্তানের কথা তো বইলা লাভ নাই, ফেসবুক ব্যান কইরা তারা আরেকবার "জগদ্বিখ্যাত"ই হয়া গেল। কিন্তু এমন আরেকটা দেশ আছে, যেখানে ইউটিউব তো ব্যান করছেই (ইউটুবটা ব্যানের জন্য অনেক খানেই ফেভারিট) গুগল গ্রুপও করছে, এমনকি ওয়ার্ডপ্রেসের মত ব্লগিং সাইটও ব্যান করছে, রিচার্ড ডকিন্সের ওয়েবসাইটও ব্যান, বেশীরভাগই ইসলাম অবমাননার দায়ে। বলেন তো কোনটা? বলেই দেই, দেশটার নাম টার্কী। এবং গত ৩/৪ বছরের ঘটনা সবগুলো। অবাক হইলাম এই ভাইবা যে, এত গুলা ব্যান কইরাও এই দেশের নামের "কুৎসা" মিডিয়াগুলায় খুব বেশী দেখি নাই। ভাবতেছি, এর কারণ টা কী? আরেকটা ইন্টারেস্টিং তথ্য, ইসলামের নামে এগুলো ব্যান করার প্রধান উদ্যোক্তা কিন্তু একজনই, বলেন তো, কে? আদনান ওকতার, ওরফে হারুন ইয়াহিয়া
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।