আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২২ শ্রাবণ

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার

রবীন্দ্রনাথ ঠাকুর অনন্তকাল আমাদের অন্তরে অমলিন। কবি অমর হয়ে আছেন শুধু বাঙালির কাছে নয়, বিশ্বমানবের মাঝেও। এরপর একদিন এই শ্রাবণেরই ২২ তারিখে ঘটে তার মহাপ্রয়াণ, ঘরের বাঁধন ছেড়ে তিনি চলে গেলেন পরপারে। আজ সেই ২২ শ্রাবণ। ৬৯ বছর আগে শ্রাবণের এই দিনে তিনি প্রয়াত হন।

কিন্তু তার অসাধারণ রচনার মধ্যদিয়ে আজো বাঙালির হৃদয়ে প্রধানতম কবি হয়ে বেঁচে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, সমৃদ্ধ হয়েছে। তবে কবিতা দিয়ে তার সাহিত্য চর্চার শুরু। তার লেখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজো। আনন্দে, বেদনায় এমনকি দ্রোহে এখনো রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উৎস।

তার হাতেই বাংলা ভাষায় প্রথম সার্থক ছোটগল্পের সৃষ্টি হয়েছে। বাংলা উপন্যাসকে তিনি আধুনিক ও সার্থক উপন্যাসে তুলে এনেছেন। তার লেখা ঘরে বাইরে, গোরা প্রভৃতি উপন্যাস রক্তকরবী, অচলায়তন, বিসর্জন প্রভৃতি নাটক যেকোনো সময়ের মানুষের কাছে সাম্প্রতিক ঘটনা হয়ে উপস্থাপিত হয়। শুধু সৃজনশীল সাহিত্য রচনায় নয়, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র নিয়ে তার ভাবনাও তাকে অত্যন্ত উঁচুস্থানে নিয়ে গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।