আমাদের কথা খুঁজে নিন

   

ঈভ টিজিং



ঈভ টিজিং বন্ধ করা নিয়ে কত মোহড়া কত স্লোগান ,আসলে ঈভ টিজিং কি বšধ করা যাবে? উত্তরে কে কি বলবে জানিনা তবে আমার উত্তর হল যাবে না । কিন্তু কমানো সম্ভব হবে । তবে তা চিল্লা চিল্লি করে নয় ,শুধু ইয়ং জেনারেশন কে ঈভ টিজিং সর্ম্পকে বক্তৃতা শুনিয়ে নয়। এটা দুর করতে হলে দরকার প্রত্যেক পরিবারের সচেতনা। আর এর জন্য উচিত কর্ম হল পরিবারের সাথে সন্তানদের উন্নত যোগাযোগ। বাবা -মায়ের সাথে সন্তানদের বন্ধুত্বপূর্ন সম্পর্ক স্থাপন করা এবং এখান থেকেই ঈভ টিজিং সহ ভালো মন্দের দিক নির্দেশনা প্রদান করা। আর এ জন্য প্রয়োজন গন মাধ্যমে পারিবারিক উন্নত সম্পর্কের নাটক বা সিরিয়াল পরিবেশনা যা থেকে সমাজের মানুষ পরিবর্তন হবে বাবা -মায়ের সাথে সন্তানদের বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়তে সহায়ক হবে,এবং এটা সম্ভব হলে সন্তানরা ঈভ টিজিং শব্দটাই ভুলে যাবে, ফলে কমে যাবে ঈভ টিজিং, আর তা না হলে এর ভয়াবহতা কমবে বলে আশা করা যায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।