আমাদের কথা খুঁজে নিন

   

কে বড় সন্ত্রাসী?



আমার কথা হচ্ছিল কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর সাথে, উল্লেখ্য যে কদিন আগেই সেখানে ছাত্রলীগ, পুলিশ ও শিক্ষক দের মধ্যে ত্রিমুখী হৈ হাঙ্গামা হয়ে গেলো। কার কি ভুমিকা বা কে কতটুকু দোষী তা বিশ্লেষণ করতে আমি চাইছি না, আপনাদের সবারই গোচরে আছে বিষয়টি আমি নিশ্চিত। কুষ্টিয়ার আমার বন্ধু টির কাছ থেকে যে চাক্ষুষ একটা ঘটনার বিবরনী শুনলাম তাতে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আসলে বড় সন্ত্রাসী কে? আপনাদের জানাচ্ছি বিষয়টা এ কারনেই যাতে এদেশের চলমান ঘটনা প্রবাহের তিক্ত আভিজ্ঞতা যাদের বিবেককে ক্ষতবিক্ষত করে তারা এহেন অভিজ্ঞতার রসে আরও একটু সিক্ত হবেন আশা করি। আমিও পাবো এদেশের নাগরিক হিসেবে দেশকে বুঝতে আপনাদের মতামত। তবে আসুন সংক্ষেপে মূল ঘটনা বলে ফেলি, চলমান ঘটনার এক পর্যায়ে একদিন হলে তল্লাশি চানানো হল।

মুলত: যে সকল শিক্ষকরা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা সেদিন লাঞ্ছিত হয়েছিলেন তাঁরাই ছিলেন এর হোতা। তল্লাশির একপর্যায়ে পুলিশ ছাত্রলীগের নেতাদের এক রুম থেকে পেয়ে যান একটা পিস্তল সহ কয়েক রাউন্ড গুলি এবং দেশীয় টেকনোলোজি দিয়ে বানানো কিছু ধারলো অস্ত্র, যেমন রামদা, লম্বা চাকু, ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এসব অস্ত্র রাখা খুব সম্ভবত বেআইনি। তাই পুলিশ সেই রুমের কজন ছাত্রলীগ নেতার নামে মামলা করে। গ্রেফতারী পরোয়ানা জারী হয় মাহারথীদের নামে।

পুলিশ যথারীতি অভিযান চালায় তাদের খোঁজে কিন্তু তাদের ধরতে প্রতিবার ই ব্যার্থ হয়। পুলিশ তাদের খুঁজে না পেলেও তারা ঠিকই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। যিনি এ ঘটনার বর্ণনা কারী তিনি একজন ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর কথা মতে একদিন রাতে ওরা (অপকর্ম কারী ছাত্রলীগ নেতারা) আসে এবং শিক্ষকদের পা জড়িয়ে ধরে। অনুরোধ করে মামলা তুলে নিতে।

এক জন বলেন আমাদের পুলিশ ধরেনি কারণ তারা যতবার ই আমাদের ধরতে যায় আমরা মোটা অংকের টাকা দিয়ে বিদায় করি। স্যার আমরা ছাত্র মানুষ পুলিশ কে এত টাকা দিতে পাবো কোথায়? আমাদের মাফ করেন স্যার। আমরা তো আপনাদের ই ছাত্র। আবশেষে শিক্ষকরা তাদের মাফ করে দেয়। এবং পুলিশের হাত থেকে তারা নিস্তার পায়।

এবার বলেন এ ঘটনায় সন্ত্রাসী কারা কারা এবং কে কার থেকে শক্তি শালী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।