আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রকাশিত কথা (প্রয়াত ডা: মেঘনাথ, প:গাটিয়াগেঙ্গা, সাতকানিয়া, চট্টগ্রাম)

ত্য বার বার বলতে হয় না । বার বার বললে তা মিথ্যার মত শোনায়। মিথ্যা বার বার বলতে হয়। মিথ্যা বার বার বললে তা সত্য হয়।

জনসেবা শব্দটি আমরা সবাই কম বেশি শুনেছি এবং একবার শ্রুত হওয়ার পর আমরা যা বুঝি তা হল জনগণের সেবা।

কিন্তু আসলেই কি আমাদের দেশে সত্যিকারের জনসেবা হয়?? সেবার নামে চলে অঢেল দূর্নীতি ও লুটের প্রতিযোগীতা। প্রিয় পাঠক, আজ আমি আপনাদের এমন একজন লোকের কথা বলব যে সত্যিকারের জনসেবা করার পরও পায়নি তার নায্য সম্মান। সবাইকে ঋণী রেখেই তিনি চিরতরে বিদায় দিযেছেন পৃথিবী থেকে। এই প্রচ্ছদটি আমি চেয়েছিলাম এক বছর আগে প্রকাশ করতে কিন্তু পড়ালেখার চাপের কারণে তা আমার পক্ষে সম্ভব হয়নি। যদি হতো নিশ্চয় ঐ ব্যাক্তির একটি ভাব আমার লেখায় উল্লেখ করতাম কিন্তু তার আগেই তিনি পরলোক গমন করেন্।

তিনি একজন হোমিও ডাক্তার। আমাদের দেশে হোমিও চিকিৎসার তেমন নামডাক না থাকলেও তিনি হোমিও চিকিৎসার মাধ্্যমে একটি গ্রামকে সেবা করে গেছেন প্রায় ৫০ বছরেরও বেশী সময় ধরে। কিন্তু এই গুণীজন প্রয়াত হবার পর গ্রামবাসী তাকে ৫ বছরও মনে রাখবে না তাঁর পরিজনরা ব্যাতীত কারণ তিনি তার মূল্যবান জীবনে গড়তে পারেনি সুবিশাল অট্টালিকা বা রেখে যেতে পারেননি কোটি কোপি টাকার ব্যাংক ব্যালেন্স। আমাদের দেশের প্রকৃত সেগবকরা এভাবেই বিস্বৃতির অতলে হারিয়ে যায়। কিন্তু কেন??? ............................চলবে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।