আমাদের কথা খুঁজে নিন

   

আমিনবাজার-সদরঘাট নৌপথে ‘ওয়াটার বাস’ চলতি মাসেই

বাংলা আমার দেশ

রাজধানী ঢাকার যানজট কমাতে চলতি মাসেই ‘ওয়াটার বাস’ (পানিতে চলাচলকারী বিশেষ ধরনের যান) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে সাভারের আমিনবাজার থেকে সদরঘাট পর্যন্ত দুটি ওয়াটার বাস চলবে। বাসের আসনসংখ্যা হবে ৩৫টি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নদীর নাব্যতাসংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চারদলীয় জোট সরকার ২০০৫ সালে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নৌপথ খননের উদ্যোগ নেয়।

কিন্তু ঠিকভাবে নদীখনন না করায় কয়েক মাসের মধ্যেই যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে প্রকল্প এলাকা বৃদ্ধি করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেয়। এ পর্যায়ে টঙ্গী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার প্রকল্প এলাকা বাড়ানো হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। গত বছরই এই নৌপথ চালুর কথা ছিল।

কিন্তু ঢাকার আশপাশে বিভিন্ন নদীর ওপর নির্মিত ১৩টি সেতু প্রতিবন্ধক হিসেবে দেখা দেয়। গত জানুয়ারি মাসে আন্তমন্ত্রণালয়ের একটি কমিটি সেতুগুলো পরিদর্শন করে ভেঙে ফেলার নির্দেশ দেয়। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীকে তৃতীয় শ্রেণীর নৌপথ হিসেবে বিবেচনা করা হয়। নিয়মানুযায়ী, এই নৌপথে সেতু নির্মাণের সময় উচ্চতা (ভার্টিক্যাল) ২৫ ফুট ও দুই পিলারের মাঝখানে (হরাইজন্টাল) ১০০ ফুট দূরত্ব রাখার কথা। উল্লিখিত ১৩টি সেতু নির্মাণে এই নিয়ম মানা হয়নি।

মন্ত্রী শাজাহান খান গতকাল এ প্রসঙ্গে বলেন, সেতুগুলো ভাঙা অত্যন্ত ব্যয়বহুল। এ ব্যাপারে করণীয় নির্ধারণে নৌ, যোগাযোগ, পানিসম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কারিগরি কমিটি করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী বৈঠকে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে। খাল উদ্ধারে অভিযান: গতকালের বৈঠকে ঢাকায় দখল হয়ে যাওয়া পাঁচটি খাল উদ্ধারে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

খালগুলো হলো কাটাসুর খাল, শ্যামপুর খাল, কল্যাণপুর (ক) খাল, হাজারীবাগ ও রামচন্দ্রপুর খাল। সম্প্রতি নৌপরিবহনমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খালগুলো পরিদর্শন করে এগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। ঢাকার জেলা প্রশাসক ও ওয়াসা কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করবে। উদ্ধারের পর খালগুলোর পাশে পায়ে চলার পথ তৈরি করা হবে।

বৈঠকে দখল রোধে গণসচেতনতা বাড়াতে সাংসদ সানজিদা খানমকে প্রধান ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবদুল মালেক মিয়াকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।