আমাদের কথা খুঁজে নিন

   

যে মুভি চোখে জল আনে

ধুমপানে বিষপান

আজ হিরোশিমা দিবস, জাপানিজদের কান্নার দিন। মানব সৃস্ট এই ধংশযজ্ঞে আজ থেকে ৬৫ বছর আগে হিরোশিমা আর নাগাসাকি মিলিয়ে আড়াই লাখেরও বেশি লোক মৃত্যুবরন করেছিল। কেমন ছিল সেই সময়টা, কতটা হিংস্রতা বয়ে গিয়েছিল তা আজকের জাপানকে দেখে বুঝার উপায় নেই। যাই হোক, আমি বলতে এসেছি একটি জাপানিজ মুভির কথা, যে মুভি শুধুই কান্নার। লিটল বয় নামের আনবিক বোমার আক্রমন পরবর্তী সময়ের নিস্ঠুরতা আর নির্মমতা নিয়ে তৈরি সেই ছবিটির নাম 'হোটারু নো হাকা', যার ইংরেজী নাম Grave of the Fireflies। এই ছবি দেখে জল ফেলে না, এমন জাপানিজ নাকি কমই আছে। নিশ্পাপ দুটি বাচ্চা কিভাবে আনবিক বোমার ভয়াভহতার মাঝে সারভাইভ করার যুদ্ধে রত, তারই পটভুমিতে এই ছবি। আমি এনিমে টা দেখেছি, আমার খুবই খুবই ভাল লাগছে, অবশ্যই দেখার মত ছবি। পুনশ্চ: স্ত্রী/বান্ধবী নিয়ে দেখতে হলে অবশ্যই চোখ মোছার জন্য পর্যাপ্ত টিস্যু রাখবেন। ডাউনলোড লিংক ১ ডাউনলোড লিংক ১ ডাউনলোড লিংক ২ ডাউনলোড লিংক ২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.