আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়েই আটকে গেছে সবুজ তৃষ্ণাসকল

ডুবোজ্বর

চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে -- রবীন্দ্রনাথ ঠাকুর। ০৫০৮১০ পাহাড়ে গিয়েছিলাম একটি সঙ্গীত ছিঁড়ে নেমে পড়েছিলো তাল যন্ত্রণার খানিক পরে ফেরা আমার সবুজ পায়ের পাতা উদ্ভিদ হবে না এই জেনে দিনশেষে চিৎকার করেছিলাম প্রার্থনার ধ্বংসাবশেষে দীর্ঘশ্বাস আমাকে চেনে কেনো পরিচয় কী বহন করে হারিয়ে যায় পাড়ার শৈত্যপ্রহর বুড়ির ইচ্ছাপাখির শোক ত্বকে ত্বকে নড়ে উঠে রেখাধীর উপকূল একবার সুচিত্রা সেনকে দেখে ভুলতে পারি না পাহাড়ে যাই ভাঁজ করা লণ্ঠনে পাশফেরা ঢং বাতি জ্বালালেই ক্ষয় কখনো নায়ক হতে ইচ্ছে হলে জ্বালাই হলুদ আলোর বিপরীতে দেয়ালে ছায়াছবি আমি যাই বাসের টিকিটে গন্তব্য লেখা ধুলো হয়ে যায় সম্পর্কের জাল ঘন হয়ে ছিন্ন হলে ধুলো উড়াই পাহাড়ে গিয়েছিলাম পাহাড়ে বন নেই বনের চিহ্ন আছে খুঁজেছি আঙুর লতা বনের দুপাশে শৌচাগারে কাঠের চৌবাচ্চায় খুঁজেছি পুকুর সে এক রাত্রি ছিলো দূরাগত রাতের দেহ গভীর দুপুরে রোদমাখা পানিতে সাঁতার যাত্রাপালার রাখাইন বালিকা হাতে বাঁধে রাখি মনে মনে ছিন্ন করি পাহাড়ে গিয়েছিলাম পাহাড়েই আটকে গেছে সবুজ তৃষ্ণাসকল ------------------------------------------------ রাত ১১:৫৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.