আমাদের কথা খুঁজে নিন

   

সম্ভাবনা

কথায় কথায় ভরে নীল

মুদিত আঁখি । নিদ্রা অথবা মৃত্যু । কোথায় লিখব নাম ? সোনালী ফুলের পাশে , ভ্রমরের কৃষ্ণ ডানা অপেক্ষা ক’রে আছে । মরনের টোলে নিদ্রার পাঠ , ধুম্রজাল , কে যায় প্রশ্বাসে ? সন্ধ্যার আগেই ঘরে ফেরে ঠোঁটের নীল , বিলীন আলিঙ্গন অথবা ফিরেছে মনে করে । তার পরেও কথা থেকে যায় । তাই , যতক্ষন পারে বাজতে দিস । কোনদিন মধ্য রাত্রে যদি বেজে ওঠে ফোন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।