আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে গত বছরের কোরবানীর ঈদ...

মত প্রকাশের মুক্ত মাধ্যম তৈরী হোক

আহারে এখন আমার খুব বেশী করে মনে পড়ছে গত বছরের কোরবানী ঈদের কথা। কত স্মৃতি কত আবেগ, কত আনন্দ। খুবই কষ্ট লাগছে যে আর হয়তো কোনদিন কোরবানীর ঈদ পালন করতে পারবো না। কারণ হাইকোর্ট এখন থেকে সিদ্ধান্ত নেবে যে আমরা কি করতে পারবো... আগামী প্রজন্ম যখন জানতে পারবে যে, আমরা কোরবানীর ঈদ নামে আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটা দিন কাটাতাম.. এবং তা ছিল জাতীয় একটি আনন্দের দিন তখন হয়তো তারা আফসোস করতে পারে। কি আর করা এখন অপেক্ষায় আছি হাইকোর্টের অন্যান্য বিষয়ের নির্দেশনার জন্য। কারণ নামাজ কয় ওয়াক্ত পড়বো বা কয় রাকাত পড়বো... রোজা রাখা যাবে কি না, টুপি পড়া যাবে কি না, দাড়ি কি রাখা যাবে? কিংবা ফরজ নামাজ সব বাদ দিয়ে নফলগুলো অত্যাবশ্যকীয় হয়ে যাবে...... আল্লাহ... তুমি তো অন্তর্যামী, তুমিই জান..... কি আছে হাইকোর্টের ভবিষ্যত রায়ে......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।