আমাদের কথা খুঁজে নিন

   

RAM বৃদ্ধি না করে যেভাবে কম্পিউটারের গতি বৃদ্ধি করবেন (Windows XP Operating System এর জন্য)

www.lifencolor.com - Simply Color Your Life

আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই । কম্পিউটার ঠিকমত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, খুব বেশি program install করলে যে কোন কম্পিউটার slow হয়ে যাবে । আসুন দেখে নেই কম্পিউটার পরিষ্কার করে কিভাবে তার গতি বৃদ্ধি করবেন । ১. Start menu থেকে run এ গিয়ে tree লিখে enter দিন । ২. Start menu থেকে run এ গিয়ে prefetch লিখে enter দিন ।

৩. Start menu থেকে run এ গিয়ে temp লিখে enter দিন । একটি নুতন window তে সব temporary file দেখতে পাবেন । সব delete করে দিন । ৪. Start menu থেকে run এ গিয়ে %temp% লিখে enter দিন । আরেকটি নুতন window তে সব temporary file দেখতে পাবেন ।

সব delete করে দিন । যে temporary file টি delete হবে না তা বাদ দিয়ে সব delete করে দিন । ৫. Start menu থেকে search এ গিয়ে .bak লিখে search দিন । সব backup file delete করে দিন । ৬. এভাবে একে একে *.bac, *.bak, *.bck, *.bk!, *.bk$ লিখে search দিয়ে সব backup file delete করে দিন ।

৭. Start menu থেকে search এ গিয়ে .tmp লিখে search দিন । সব temporary file delete করে দিন । ৮. Hard drive এর উপর mouse pointer রেখে right button click করুন । Properties select করে General Tab এ Disk Cleanup Option টি ব্যবহার করুন । এভাবে প্রতিটি Hard drive এ Disk Cleanup Option টি ব্যবহার করুন ।

৯. Hard drive এর উপর mouse pointer রেখে right button click করুন । Properties select করে Tools Tab এ Defragment Now… button click করুন । এখান থেকে প্রতিটি Hard drive এ Defragment করে নিন । ১০. Desktop যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন । অপ্রয়োজণীয় বা অল্প প্রয়োজণীয় file বা shortcut icon রাখবেন না ।

১১. Hard drive এ ৩০% ফাকা জায়গা রাখার চেষ্টা করুন । ১২. Mouse এ স্বাভাবিক cursor style ব্যবহার করুন । ১৩. Schedule task যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন । ১৪. Taskbar এ Quick lunch যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন । ১৫. C:/ drive এ Program install এর বাইরে অতিরিক্ত কিছু রাখবেন না ।

এরপরও যদি আপনার Computer এর Performance আপনাকে সন্তষ্ট করতে না পারে তবে নীচের পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন । My Computer এর উপর mouse pointer রেখে right button click করুন । Properties select করে Advance Tab এ Performance থেকে Settings click করুন । Performance Option window এর Visual Effects Tab এ চারটা Option দেখতে পাবেন । এখানে Adjust for best performance Option Select করে OK করলে কম্পিউটার এর গতি বাড়বে ঠিকই কিন্ত Appearance ভাল হবে না ।

তাই আমার Suggestion হলো Customs Option Select করে অপ্রয়োজণীয় Checkbox গুলো Uncheck করে OK করে বের হয়ে আসুন । এবার পরীক্ষা করে দেখুন কম্পিউটারের গতি বাড়ল কিনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।