আমাদের কথা খুঁজে নিন

   

শুষ্কতার শিশির ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

শুষ্কতার শিশিরে মন ভিজে ছিলো মরে গ্যালে ভেঁসেছিলো মরে যাওয়া মুখ ! সবটুকু অবস্বাদ, বিষাদ অতীত, পতিত জমিনে চলে মৌন আবাদের সুখ ! মহার্ঘ ভাবনারা হারাচ্ছে দ্রুত ক্ষত বুকে বসে নেই নব্বই এর জনতা ! এখন জাগরনের মৌসুম বিশ্ব হাতের মুঠোয় কাঁদে মৌন রুঢ়তা ! পিলখানায় খিল এঁটে বহু খেটে খুটে শ্যাষে অন্ধ গোড়ামীর বাতাসে ! শিষ দিয়ে ডেকে যায় আয় আয় অরুপ ঘোষ, হা-ভাতে নির্মলও ভালোবাসে ! লিখন এপ্রিল-০৩.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।