আমাদের কথা খুঁজে নিন

   

ইস্যু : জাতীয়তাবাদ , প্রশ্ন : অ্যাশেজ সিরিজ কয়টি জাতির ভেতরে খেলা হয় ?

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি
বাংলাদেশী না বাঙালী জাতীয়তাবাদ প্রশ্নে কান ঝালাপালা। সু্প্রীমকোর্টের কিছু " ঠুটো জগন্নাথ "এখন আমাদের মহাবিজ্ঞ জাতীয়তাবাদ নির্ধারক জাস্টিস। এরা দেশের মানুষের কথা ভাবেনা , অথচ সাম্য আর ন্যায়বিচারের প্রতীক নিশ্চল নিক্তি এদের চোখের সামনেই থাকে। সম্প্রতি এরা অবিশ্বাস্য মেরুদন্ডহীনতার নমুনা দেখিয়ে "বাংলাদেশী" শব্দটাকে ২য় শ্রেনীর এবং প্রায় অপ্রয়োজনীয় একটা শব্দ বানিয়ে ফেলেছে। অবস্থাটা এমন শব্দটাকে ভাগালে এখন কিছু অফিসিয়াল ঝামেলা তৈরী হবে , নইলে শব্দটা নিজেই একটা ঝামেলা।

অথচ এরা যদি একবারের জন্যও ফেসবুকের আমি বাংলাদেশী নামের অরাজনৈতিক গ্রুপটিতে ঢু মারতো তো এদের বিবেক জ্ঙান আরেকটু বেশী কাজ করতো বলেই মনে হয়। ঐসব মাথা বিক্রি করা বিচারক নামের মোসাহেবগুলোর প্রাজ্ঞতা আর বিজ্ঞতার প্রতি এই ব্যক্তিগতভাবে আমার কোন আস্থাই বাকী নেই। তাই নিজেই এই ইস্যুতে এই চক্ষুষ্মান অন্ধগুলোকে কিছু দেখানোর চেষ্টা করছি। টেস্ট ক্রিকেটের প্রাচীনতম এবং বিশ্ববিখ্যাত অস্ট্রেলিয়া - ইংল্যান্ড দ্বৈরথ "The Ashes" বা অ্যাশেজ সিরিজের সাথে আমরা সবাই পরিচিত টেস্ট প্লেয়িং নেশন হিসেবে। খেলাটা হয় ২ টি ভিন্ন পতাকার ভেতরে: বনাম খেলাটা হয় ২টি ভিন্ন মানচিত্রের ভেতরে : বনাম খেলাটা হয় ২ টি ভিন্ন জাতীয় সংগীতের ভেতরে : বনাম খেলাটা হয় ২টি ভিন্ন জাতীয় প্রতীকের ভেতরে : বনাম রীতিমত যুদ্ধের পর্যায়ে চলে এই খেলা।

১৯৫৩ তে যা কুটনৈতিক সম্পর্ক নষ্ট করেছিলো দেশ ২ টির ভেতরে , মাত্র ২০০৫ এ যেই অ্যাশেজ জেতার পর ইংল্যান্ডে ফুটবল ঝিমিয়ে পড়েছিলো পুরো ১ মাস ক্রিকেট জ্বরে । এই অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ানদের কাছে সকার বিশ্বকাপের চেয়েও বেশীমর্যাদাপূর্ন ! ছবি : ২০০৫ এর অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দল হার রয়াল হাইনেস কুইন এলিজাবেথের সাথে বাকিংহাম প্যালেসে। ব্লগারদের কাছে ২ টি প্রশ্নের একটি মিনি কুইজ : প্রশ্ন ১ : এই অ্যাশেজ কয়টি জাতির ভেতরে খেলা হয় ? প্রশ্ন ২: এই অ্যাশেজ কয়টি জাতীয়তাবাদের ভেতরে খেলা হয় ? দুটো প্রশ্নেরই উত্তর দিতে হবে কিন্তু ! দেখা যাক সঠিক উত্তরটি দিতে পারেন কিনা। বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগানটা যাদের জন্য সংক্রামক জীবানু তাদের জন্য প্রতিষেধক : অজানা সত্যকে জানুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.