আমাদের কথা খুঁজে নিন

   

দেব নারায়নের মামলার বিষয়ে বিভ্রান্তি দুর হোক , কিন্তু একটি কিন্তু থেকে যায়

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

সূরা আসসাফফাতের কুরবানীর আয়াত ১০০- ১০৭ এ ইসমাইল (আঃ) না ইসহাক (আঃ) সেটার কোন ঈংগিত নেই। বলা হয়েছে হযরত ইব্রাহিম (আঃ) তার এক পুত্রকে কুরবানী করেছেন। কিন্তু এটা ঠিক যে হযরত ইবরাহীম (আঃ) কে ২ জন পুত্র সন্তানের সুসংবাদ দেয়া হয়েছিলো। কুরবানীর আয়াত গুলোর পরই হযরত ইসহাকের কথা বলা হয়। কৃতজ্ঞতা স্বীকার : ব্লগার ব্রাইট সেন্ট্রাল কিন্তু দেব নারায়ন মহেশ্বর যদি হিন্দু ধর্মালম্বী হয়ে থাকেন তাহলে উনি এই বিষয়ে ক্লারিফিকেশন চাইলেন কেন ? উনি কুরআন বিশ্বাস করেন ? কারন কখনোই একজন মুসলিম রামায়ন নিয়ে মাথা ঘামাবেনা যেহেতু সে সেটাতে বিশ্বাস করেনা।

আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব সালাহউদ্দীনের এই বিষয়ে অজ্ঞতা অবাক করার মত! উনি কালের কন্ঠকে বলেছেন আগের আলেমদের কাছ থেকে তিনিও শুনেছেন হযরত ইসমাঈল (আঃ) কে কুরবানী দেয়া হয়েছে। অথচ আমার সাধারন মুসলিমরাই কুরআন থেকে খুজে বের করলাম তথ্যটা। কোন আলেমের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি! উনি আরো বলেছেন উনি এখন কোন মন্তব্য করবেননা , কারন বিষয়টা আদালতের বিচারাধীন। কি আশ্চর্য ! এই লোক নাকি ৩য় বৃহত্তম মুসলিম জাতির জাতীয় মসজিদের খতীব! উনার কাছে আল্লাহ হাকিমের চাইতে আদালতের হাকিম বড়! ATTN: দেব নারায়ন তার রিটে একটা অ্যাডেন্ডাম রেখেছেন : দুম্বা নয় , কোন এক মহান জন্তু কুরবানী হয়েছিলো হযরত ইব্রাহীম (আঃ) হাতে। [সুত্র : দৈনিক কালের কন্ঠ] কিন্তু এটা নিশ্চিত সেটা চতুষ্পদী , নখরবিহীন , শ্বদন্ত হীন হালাল প্রানী।

কিন্তু দেব নারায়ন কোন প্রানী কুরবানী হয়েছিলো সেদিকে ফিংগার পয়েন্ট করলেন কেন? উনার মোটিভ কি গরূর দিকে ? তাহলে অবশ্যই এটার পেছনে কেউ আছে যারা তাকে ব্যাকআপ দিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।