আমাদের কথা খুঁজে নিন

   

ভাব ও আমের ভর্তার লোভ

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে এক ছোটো ভাই আমের ভর্তা এনে বলল, ভাই আমের ভর্তা খাবেন? জিজ্ঞেস করলাম," আম পাইলা কই?" ছোটো ভাইঃ ভাই চুরি করে আনছি। আমিঃ (ভাব দেখিয়ে,বার দশেক জিহ্বার জল পেটে চালান দিয়ে) আমি চুরির আম খাই না। ছোটো ভাইঃ ভাই টেস্ট করে দেখেন তেতুল,মরিচ,চিনি সব দেওয়া হইছে। আমিঃ লোভ দেখাচ্ছ! আচ্ছা দেখি টেস্ট করে। দশ মিনিট পর : : : ভর্তা আর আছে? মূলকথাঃ কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাব দেখিয়ে লাভ নাই, পরে ঠিকই সবার সামনে ভাবের বারোটা বাজে আর না হয় জিবের জল পেটে চালান দেওয়া লাগে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।