আমাদের কথা খুঁজে নিন

   

কেবলই স্বপন করছি যাপন

soroishwarja@yahoo.com
যে জীবনটা যাপন করছি, তা কি স্বপ্ন না বাস্তব বুঝতে পারছি না। মনে হয় বাস্তব নয়। মনে হয় স্বপ্ন। তবে স্বপ্ন বলতে যেমন এক তরফা ভালো লাগায় ভরপুর ব্যাপার বোঝায় এটা তেমন নয়। এখানে দুঃস্বপ্নের ভাগ অনেক বেশি।

শুধু দুঃস্বপ্নের ভাগ নয়, বাঘও আছে। যে জীবন যাপনের কথা ভাবছি, সামনে যে জীবন আছে বলে মনে হচ্ছে তা-ই কি তবে বাস্তব? আমি আসলে এখন আর বাস্তব-অবাস্তব আলাদা করতে পারছি না। কেবলই মনে হচ্ছে, যা যাপন করছি তা বাস্তব নয়। মনে হচ্ছে অবাস্তব যাপন করছি। যে জীবনটা যাপন করছি, তা কি স্বপ্ন না বাস্তব বুঝতে পারছি না।

মনে হয় বাস্তব নয়। মনে হয় স্বপ্ন। তবে স্বপ্ন বলতে যেমন এক তরফা ভালো লাগায় ভরপুর ব্যাপার বোঝায় এটা তেমন নয়। এখানে দুঃস্বপ্নের ভাগ অনেক বেশি। শুধু দুঃস্বপ্নের ভাগ নয়, বাঘও আছে।

যে জীবন যাপনের কথা ভাবছি, সামনে যে জীবন আছে বলে মনে হচ্ছে তা-ই কি তবে বাস্তব? আমি আসলে এখন আর বাস্তব-অবাস্তব আলাদা করতে পারছি না। কেবলই মনে হচ্ছে, যা যাপন করছি তা বাস্তব নয়। মনে হচ্ছে অবাস্তব যাপন করছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।