আমাদের কথা খুঁজে নিন

   

দলে দলে যোগ দিন, অমুক মার্কায় ভোট দিন



জনসংখ্যার হিসেবে পৃথিবীতে বাংলা'র স্থান ৪র্থ (এর উপরে রয়েছে চাইনিস, স্প্যানিশ ও ইংরেজি)। তাও ইন্টারনেট দুনিয়ায় সেই অনুপাতে বাংলার প্রভাব খুবই নগন্য। অন্য দিকে চাইনিস অথবা জাপানিস ভাষা'র ওয়েব সাইট গুলো অনেক উন্নত। ইউরোপিয়ান ভাষা'র সাইটগুলোর কথা না হয় নাই ধরলাম। এমন তো কখনই নয় যে বাংলা ভাষী শিক্ষিত মানুষের সংখ্যা অনান্য ভাষা থেকে অনেক কম।

উইকিপিডিয়াতে গেলে দুঃখটা আরো বেড়ে যায়। ১লা আগস্ট,২০১০ এর হিসাব মতে হিব্রু ভাষাতেও (৬১,৮৭৭) নাকি বাংলা (১৬,১৫৪) থেকে বেশি আর্টিকেল আছে! পৃথিবীতে আর যাই হোক বাংলা থেকে বেশি লোক যে হিব্রু বলে না সেই বিষয়ে আশাকরি মন্তব্য নিস্প্রয়োজন। কেউ কেউ হয়ত বাংলায় শিক্ষার প্রসার ও দারিদ্রে'র কথা বলতে পারেন, কিন্তু আমাদের অবস্থা কি ইসরাইল থেকেও খারাপ? সারা বিশ্বে হিব্রু ভাষী মানুষ হচ্ছে মাত্র এক কোটি'র মত। বাংলা'র কি এক কোটি ইন্টারনেট ব্যাবহারকারীও নেই? আচ্ছা এবার আসল কোথায় আসি, বাংলা ব্লগিং সাইটগুলো বাদ দিলে আর কোনো সুন্দর বাংলা সাইট অন্ততপক্ষে এখনো আমার চোখে পড়েনি। বিশেষ করে বিনোদন মূলক সাইট গুলো।

মিউসিক.কম.বিডি তে তাও অনেকটা গোছানোভাবে তথ্য পরিবেশন করা আছে (যদিও অনলাইন গান শোনাটা এখনো বেশ কষ্টকর- একটা একটা করে ফাইল সিলেক্ট করে বাজাতে হয়) কিন্তু আমারনাটক.কম বা অন্য কোনো বাংলা ভিডিও সাইটগুলোর অবস্থা খুবই করুন। হয় পুরো সাইটটা পুরান ঢাকার দেওয়ালের মত হাবি-জাবি বিজ্ঞাপনে ভর্তি অথবা বিভিন্ন ব্লকগুলো অগোছালো ভাবে এদিক সেদিক ছড়ানো। যেই জিনিস খুঁজি সেটা গুপ্তধনের মত লুকানো থাকে। এইদিক সেইদিক অনেক টেপা টেপি করে খুঁজে পেতে হয়। এখন কথা হচ্ছে- আমি ভাবছি নিজেই একটা বাংলা সাইট বানাবো।

বিনোদনমূলক। যেখানে সাইট এ ঢোকার পর থেকে গান বা ভিডিও চালু করতে ব্যবহারকারীকে ৩ বারের বেশি ক্লিক করতে হবে না। সাইট এর মূলমন্ত্র হবে 'কথা কম, কাজ বেশি' টাইপ। সাইট এ আপাতত যেসব কন্টেন্ট রাখব বলে ভেবেছি সেগুলো হচ্ছে- # বাংলা অনলাইন রেডিও স্টেশনগুলো'র একটা তালিকা- যেখান থেকে এক ক্লিকেই যেকোনো বাংলা রেডিও শোনা যাবে # বাংলা বই ডাউনলোড লিঙ্ক (এটিও লিস্ট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে) # ভালো কিছু বাংলা নাটক যেগুলো অনলাইন দেখা যাবে # ভালো ও স্বল্পপরিচিত শিল্পীদের গান ও মিউসিক ভিডিও অসুবিধা শুধু একটাই... মোক্ষম সমস্যা। টাকা।

পুরো সাইট যেহেতু নিজেই ডেভেলাপ করব কাজেই শুধুমাত্র মাসিক সাইট হোস্টিং এর ভাড়া ছাড়া আর কোনো বড় খরচ নেই। কিন্তু এই খরচটাই তুলব কিভাবে সেটাই ভাবছি? আমি নিজে বিজ্ঞাপন দিয়ে ভরানো ওয়েব সাইটগুলো খুবই অপছন্দ করি। আর বাংলা সাইট এ বিজ্ঞাপন (গুগল এডসেন্স) দিয়ে বিশেষ কোনো লাভ হয় বলে আমার মনে হয় না। (খুবই খুশি হব যদি আমার এই ধারণা ভুল প্রমানিত হয়, কেউ যদি বাংলা সাইট এ গুগল এডসেন্স দিয়ে বিশেষ সাফল্য অর্জন করেছেন বলে জানেন তাহলে দয়া করে জানাবেন। ) এক সাইট বানিয়ে রাতারাতি বড়লোক হবার ইচ্ছা আমার নেই।

শুধুমাত্র আমার হোস্টিং এর দামটা উঠে গেলেই আমি খুশি। কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে এই ব্যাপারে তাহলে জানালে খুশি হব। আর আমার এই আইডিয়া দেখে কেউ যদি আমার আগেই এরকম কোনো সাইট বানাতে চান তাহলে দয়া করে জানিয়ে দেবেন। (আমি মাইন্ড খামু না) বাংলা ভাষায় আরো ভালো ভালো সাইট আসুক এটাই আমার ইচ্ছা। আর সেইকাজে যদি আমি অন্য কাউকে উত্সাহিত করতে পারি তাহলে সেটাই অনেক বড় পাওনা।

আপনার মতে কি নুতুন বাংলা বিনোদনমূলক ওয়েবসাইট তৈরী করার কোনো প্রয়োজন আছে? (ওয়েবসাইটের জন্য ভালো কোনো নাম বা ফিচারের সাজেসন থাকলে দয়া করে জানাবেন। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।