আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনের নতুন কনসেপ্ট ‌'গায়েবানা মিছিল'



দেশে এখন মিছিল সমাবেশ করা খুবই কঠিন। বিশেষ করে জামায়াতী ভাইদের জন্য। অবশ্য আওয়ামী ভাইদের কোন সমস্যা নেই। বিরোধী দলের লোকজন মিছিল মিটিং করতে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত, পেটানোর জন্য সংক্রিয়ভাবে এগিয়ে যায়। গার্মেন্টস শ্রমিকরাও একই সমস্যায়।

পুলিশ রাস্তায়ই নামতে দিচ্ছে না তাদের। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করতে এসে পুলিশের লাঠিপেটার শিকার। মোট কথা আন্দোলন করার কোন সুযোগই দিচ্ছে না সরকার। এক্ষেত্রে সংশ্লিষ্ট নেতাদের জন্য রয়েছে চমৎকার কৌশল। নাম ‌'গায়েবানা মিছিল'।

নিয়মাবলী : * প্রথমেই সময় নির্ধারণ করে কর্মসূচি ঘোষণা করুন। (গণমাধ্যমকে জানিয়ে দিন) * নির্ধারিত সময়ে কর্মী সমর্থকরা যে যেখানেই থাকুন না কেন ‌'নারায়ে তাকবির......', 'জ্বালো জ্বালো......', ‌'জিয়ার সৈনিক .....', "দুনিয়ার মজদুর...." বলে চেচিয়ে উঠুন। * প্রচার সম্পাদকরা প্রেস রিলিজ তৈরি করে পত্রিকা তথা গণমাধ্যমে পাঠিয়ে দিন * এছাড়া বিভিন্ন বাসাবাড়িতে খাটে শুয়ে স্লোগান দেয়ার দৃশ্য ভিডিও কিংবা স্টিল ক্যামেরায় ধারন করে পত্রিকা ও রেডিও-টিভি অফিসে পাঠিয়ে দিন। সুবিধাসমূহ : ১. খরচও কম (প্রচলিত মিছিলে লোক আনতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়)। ২. পুলিশের ডান্ডার ভয় নেই।

৩. লোক একত্রিত করার ঝামেলা নেই। ফলে কর্মীদের আনতে কাঠখড় পোড়াতে হবে না। ৪. রাস্তায় যানজট হবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.