আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই বানিয়ে ফেলুন কমিউনিটি নেটওয়ারকিং সাইট



এখন ওয়েবে অনেক কমিউনিটি নেটওয়ারকিং সাইট আছে । কিনতু সেগুলোর শত শত এপ্লিকেশন, ফাংশন, বিজ্ঞাপন এর ভিড়ে অনেকেই খেই হারিয়ে ফেলেন । আমরা চাইলেই সল্প পরিসরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা অথবা বন্ধুদের গ্রুপ ভিত্তিক কমিউনিটি নেটওয়ারকিং সাইট বানাতে পারি । কমিউনিটি নেটওয়ারকিং সাইট করার জন্য বেশ কিছু ফ্রি CMS ও আছে । তবে সহজ উপায় হচ্ছে WordPress ও BuddyPress ব্যাবহার করা । প্রথমে Server এ WordPress অথবা WPMU (WordPress Multi User)ইন্সটল করুন Admin হিসাবে Log In করুন Settings থেকে Permalink Structure Change করে দিন তারিখ হিসাবে সেট করুন New User Registration Enabled রাখুন PlugIns Tab থেকে Add New তে Click করুন BuddyPress লিখে Search করুন Search পেজ এর মাঝামাঝি তে শুধুমাত্র BuddyPress লেখা একটা PlugIn পাবেন, সেইটা ইন্সটল করুন WordPress এর থিম চেন্জ করে BuddyPress Default অথবা Facelook থিম ব্যাবহার করতে পারেন Facelook থিম অনেক টা ফেইসবুক এর মত প্রয়োজন মত অন্যান্য BuddyPress PlugIns ইন্সটল করে নিন ব্যাস, হয়ে গেল আপনার কমিউনিটি নেটওয়ারকিং সাইট উদাহরন দেখতে চাইলে দেখতে পারেন www.homesatkhira.com Free Hosting নিয়ে প্রাকটিস করতে চাইলে যেতে পারেন www.myhost21.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।