আমাদের কথা খুঁজে নিন

   

আহ্ ! সেলুকাস .....

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

আপনারা জানেন কি ??? ! আমাদের দেশে উন্নতমানের কয়লাখনি পাওয়া গিয়েছে !!! সেই কয়লাখনি থেকে আমরা নাকি কয়লা তুলবো !!! ওয়াও ... তাতে আমাদের দেশের জ্বালানি সংকট দূর হবে, বিদ্যুৎ সংকট দূর হবে ..... কিন্তু কী আশ্চর্য .... "তেল-গ্যাস-খনিজ সম্পদ এবং বন্দর রক্ষা জাতীয় কমিটি" নামক একটি দেশদ্রোহী সংগঠন এর বিরোধিতা করছে!!! এই কমিটি কি চায় না মানুষ পাখার বাতাসে শান্তিতে ঘুমাক! মানুষ শান্তিতে স্টার প্লাস দেখুক!! আহ সেলুকাস ... কী বিচিত্র এই কমিটি !!! বিবিয়ানা গ্যাসক্ষেত্রে গ্যাস উত্তোলনের সময়-ও এই দেশদ্রোহী কমিটি আন্দোলন করেছে ... লংমার্চ করেছে ... সেই সময় বলা হয়েছিল বিবিয়ানায় ২.৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে ... আমাদের দেশের (বাপেক্স/পেট্রোবাংলা) যোগ্যতা নেই সেই গ্যাস উত্তোলনের .. তাই উন্নত বহিরাগত কোম্পানীকে ইজারা দিতে হবে ... তাদের কর্মকর্জস্বরূপ সিংহভাগ তারা পাবে আর আমরা বাকিটুকু পাবো ! ঠিকই তো আছে ... কিন্তু না দেশদ্রোহীরা বললো আমাদের সম্পদের সিংহভাগ মালিকানা আমাদের দিতে হবে ... বহিরাগত কোম্পানীকে ইজারা না দিয়ে বাপেক্স কে শক্তিশালী করে তুলতে হবে ... পেট্রোলিয়াম বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্স চালু করতে হবে, জনগণের সম্পদ জনগণ ভোগ করবে ... না্হ্ আর পারা গেলো না গ্যাস উত্তোলন! পরবর্তীতে জানা গেলো ২.৪ নয় , সেখানে ৪.৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকতে পারে ... অর্থাৎ বহিরাগত কোম্পানী ২ ট্রিলিয়নের হিসাব ছাড়াই দেশ ছাড়তো ! কি আকাজটাই না করলো দেশদ্রোহীরা ... আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তখন ভুল স্বীকার করে বললো যে বিদেশী কোম্পানী তাকে ভুল বুঝিয়েছিল !!! আহ সেলুকাস, আমাদের প্রধানমন্ত্রীদের ভুল - ও বোঝানো যায় !!! তারপর গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের ব্যাপারে দেশদ্রোহীদের কাণ্ডটা তো দেখলেনই ... আর এখন কয়লা উত্তোলনের সময় দেশদ্রোহী কমিটি চাইছে জনগণের স্বার্থ রক্ষা করে কয়লা তোলা হোক! ১৫০-২৫০ মিটার নিচের কয়লা যে উন্মুক্ত খনন পদ্ধতিতে তোলা সম্ভব নয় , তাতে যে রাষ্ট্রের সমস্যা বাড়বে সেই ভুলটা তাকে কে বোঝায় ... বাঙালী অতিথিপরায়ন জাতি ; বাংলাদেশ অতিথিপরায়ন দেশ ... আমরা্‌ এতটাই অতিথিপরায়ন যে অন্যদের সর্বস্ব দিয়ে ভিখারী হতেও আমাদের আপত্তি নাই !!! আহহ্ সেলুকাস ..... কী বিচিত্র এই দেশ !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।