আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (১০১১-১০১৫)



১. প্রতিশোধ বাবার হত্যা মায়ের ইজ্জত লুণ্ঠন; হত্যার বদলে হত্যা চাই রাজাকারের সঙ্গ বর্জন। ২. শকুন রাজাকারের জন্য যাদের মায়া তারা আর কেউ নয় শকুনের ছায়া। ৩. বিচার সাঈদীর খাসিলত নয় নসিয়ত ধরো যে বলে তারও বিচার করো। ৪. গিনিপিক রাজাকারের দোসর ধিক তোরে শতধিক, কুকুরের তুই যোগ্য উত্তরসূরী গিনিপিক। ৫. হালখাতা না ঘুম ছুঁয়োনা চোখের পাতা, রাজাকারের ফাঁসির পরে হবে শুভ-হালখাতা। ৩০/০৭/২০১০ অর্চি মিডিয়া সেন্টার প্রজাপাড়া পীরগঞ্জ-রংপুর রাত ১০ টা ৫০ মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।