আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক প্রাইভেট বিতর্ক ও কিছু কথা



বহুত পাবলিক প্রাইভেট বিতর্ক চলছে। আমাদের দেশে পাবলিক হোক আর প্রাইভেট হোক ,সব ভার্সিটি ছাত্রদের একটাই কাজ হওয়া উচিত , সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নাম উজ্জল করা। আমাদের দেশে যেসব নামকরা কলেজ যেমন- নটরডেম, হলিক্রস,ভিকারুন্নেসা,রাজঊক উত্তরা এসবই কিন্তু প্রাইভেট এবং এ সব কলেজ থেকেই বাংলাদেশের অধিকাংশ মেধাবীরা বের হচ্ছে। এক সময় হয়ত প্রাইভেট ভার্সীটি থেকেও পাবলিক ভার্সিটির সমান অনুপাতে হাজার হাজার মেধাবী ছাত্র বের হবে ।আমাদের দেশে অনেক পাবলিক ভার্সিটির তুলনায় অনেক প্রাইভেট ভার্সিটিও কিন্তু অনেক ক্ষেত্রে বেশী অবদান রাখছে।বাইরের দেশের অনেক স্টুডেন্টরাও আমাদের দেশের প্রাইভেট ভার্সিটিতে পড়ছে। একটা কথাই শুধু ছাত্রদের মনে রাখা উচিত তারা ছাত্র, তা সে পাবলিকের হোক আর প্রাইভেটের হোক। তাদের মুল ঊদ্দেশ্য থাকবে একটাই তা হচ্ছে দেশের নাম উজ্জল করা। কারণ আজকের ছাত্রদের হাতেই লিখা আছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.