আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের সারফেস কম্পিউটার

আপনার উপর শান্তি বর্ষিত হোক
কী-বোর্ড, মাউসের যুগ ফুরিয়ে আসছে! সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সারফেস কম্পিউটার বদলে দেবে কম্পিউটারের প্রচলিত চেহারা। সারফেস কম্পিউটার হলো মূলত টাচ স্ক্রিন সুবিধাসম্পন্ন একটি কম্পিউটার । ৩০ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ এই কম্পিউটারের চেহারা অনেকটা টেবিলের মতো। প্রচলিত ডেঙ্টপ কম্পিউটারের মতো এই কম্পিউটার ব্যবহারে মাউস, কী-বোর্ডের সাহায্য লাগবে না। এর টাচ স্ক্রিন পর্দায় স্পর্শের মাধ্যমেই ব্যবহারকারী প্রয়োজনীয় কাজ সারতে পারবেন।

এই পর্দাটি বারকোডও পড়তে পারবে। এছাড়া প্রচলিত টাচস্ক্রিনের সঙ্গে এই টাচস্ক্রিনের বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন : প্রচলিত টাচস্ক্রিন একসঙ্গে একটির বেশি স্পর্শ না বুঝতে পারলেও সারফেস কম্পিউটারের টাচস্ক্রিনের এই অনন্য ক্ষমতাটি রয়েছে। এই স্ক্রিনে দশটি আঙ্গুল স্পর্শ করালে এই মাল্টিটাচ ডিসপ্লে প্রত্যেকটি আঙ্গুলের নির্দেশই আলাদাভাবে বুঝতে পারবে। আর আকৃতিটা টেবিলের মতো হওয়ায় অনেকজন একসঙ্গে ব্যবহারের সুবিধা রয়েছে।

অক্সোলিকের তৈরি দৃষ্টিনন্দন এই 'সারফেস'-এর উচ্চতা ২২ ইঞ্চি, গভীরতা ২১ ইঞ্চি এবং প্রস্থ ৪২ ইঞ্চি। এর অভ্যন্তরীণ অংশটি পাউডারের প্রলেপ দেওয়া স্টিলের তৈরি। এতে বিদ্যুৎ খরচ হবে ১১০-১২০ ভোল্ট (যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড অনুযায়ী)। সারফেস চলবে ভিসতা অপারেটিং সিস্টেমে। এর সঙ্গে ম্যাপিংসহ আরও কিছু ডিফল্ট এ্যাপ্লিকেশনও দেবে মাইক্রোসফট, যা সারফেস ব্যবহারকারীকে এক ভিন্ন স্বাদ এনে দেবে।

প্রাথমিকভাবে যেখানে সারফেসের ব্যবহার হবে সেসব স্থান হলো হ্যারাস এন্টারটেইনমেন্ট, স্টারউড হোটেল এন্ড রিসোর্ট, টি-মোবাইল (ইউএসএ)-এর দোকানসমূহ। এসব স্থানে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাজই সহজ করে দেবে সারফেস। যেমন : সারফেসের টাচস্ক্রিনে স্পর্শ করেই ক্রেতারা জানতে পারবেন বিভিন্ন মডেলের মোবাইল ফোন সম্পর্কে যাবতীয় তথ্য। জানা গেছে, সারফেস মূলত হোটেল, রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের কথা মাথায় রেখেই বানানো। টাচস্ক্রিন প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে অনেক দিন ধরেই।

'সারফেস' এক্ষেত্রে একটি বড় মাইলফলক। হয়তো একদিন এই কালো চকচকে টেবিলটাই বদলে দেবে কম্পিউটারের ধারণাটাকে। এর দাম কত হবে তা নিশ্চিতভাবে না বলতে পারলেও মাইক্রোসফট জানিয়েছে মডেল অনুযায়ী বিভিন্ন ধরনের সারফেসের দাম পড়বে পাঁচ হাজার থেকে দশ হাজার ইউএস ডলারের মধ্যে। সূত্র : ওয়েবসাইট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।