আমাদের কথা খুঁজে নিন

   

আমি কে, কে আমি ...উত্তরের ভাবনায় হয়ে ঊঠি আরো হিংস্র দানব।



আমার সপ্নিল আকাশ আজ দাপিয়ে বেড়ায় একদল হায়েনার দল মুখেতে মরিচিকার আশ্বাস মনেতে আমার শক্তির সুখ। নষ্ট পৃথিবীর নষ্ট গলির সবগুলো রাস্তায় আমার প্রতাপ। আমার শক্তি সৌজন্য আকাশে বাতাসে আজ শকূনের চিৎকার উল্লাস। ঘুমন্ত আমাকে জাগিয়ে নেয় শকূন হায়েনা তাদের ধ্বংসের উল্লাসে। জীবনটাকে মনে হয় তুচ্ছ খেলা আর হাতটাকে ষ্টেনগান।

অক্ষিগোলকে যেন ঢেলে দেয় দাবানলে সবটুকু রং আর উম্মুক্ততা। পেট্রলের অনল বয়ে বেড়ায় আমার শরীরের শিরায় শিরায় হিসহিস করে ঊঠি প্রলয় উল্লাসে, গর্জে ঊঠি ভাংগনের নেশায় হায়না শকূনের বিলাস ভাবনায় আমি হয়ে ঊঠি উম্মুক্ত উত্তাল। বাধার দেয়াল যেন উড়ে যায় কর্পূরের মত আমার শক্তিচ্ছটায়। আমি কে, কে আমি ...উত্তরের ভাবনায় হয়ে ঊঠি আরো হিংস্র দানব। হঠাৎ তাকিয়ে দেখি...পুরোটা আকাশে কে যেন ঢেকে দিল কালচে মেঘে গোধুলীর শেষ রং মেঘের মিলনে আমি দেখি আমার সপ্নবাস্তব হাতটা কেন যেন থেমে যায় আর নিস্তেজ হয়ে পড়ে শরীর বৃষ্টির গানে আমার দেহে আবার বয়ে চলে লাল রক্তের স্রোত হৃদয়পটে ভেসে আসে অন্য আকাশের পরী।

আমারই উম্মুক্ততায় যাকে হারিয়েছি আমি হায়না শকূনের কাছে। রক্তিম আকাশের শেষ রংচ্ছটা উসকে যায় আমারই তরুন হৃদয়। ভালাবাসার হাহাকারে হয়ে ঊঠি বদ্ধ উম্মাদ। আবার আমার রক্তের স্রোত আমায় ধ্বংসের দিকে লেলিয়ে দেয়। আবার আমি ছুটে বেড়াই হায়না শকূনের খোজে।

ক্লান্তি যেন হঠাৎ করে থামিয়ে দেয় আমার সবটুকু তেজ লক্ষের ভাবনাটা কেমন হয়ে যায় দূর দুরান্তের। তন্দ্রার সুযোগে কে যেন আমায় আবার গড়ে শকূন হায়নার হাতিয়ারে। আবার আমার শক্তিতে হায়না শকূনে চিৎকার ঊল্লাস। আমি কে, কে আমি ...উত্তরের ভাবনায় হয়ে ঊঠি আরো হিংস্র দানব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।