আমাদের কথা খুঁজে নিন

   

যারা যুদ্ধপরাধীদের বিচার চায়না...তারাই প্রাইভেট ভার্সিটির ভ্যাট বাড়ানোকে সমর্থন দিচ্ছেনা (রিপোস্ট)

আমি ভদ্র লোক, যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে গুলি করে মারবো

প্রাইভেট ভার্সিটির ভ্যাট বাড়ানো সম্পর্কে কার কি চিন্তা ভাবনা নিচে দেখুন ভীমরুল ইসলাম (ফাইন মন্ত্রী) - যারা যুদ্ধপরাধীদের বিচার চায়না...তারাই প্রাইভেট ভার্সিটির ভ্যাট বাড়ানোকে সমর্থন দিচ্ছেনা...এটা সরকারের ম্যানুফেস্টুতে ছিলো, প্রাইভেট ভার্সিটিতে মুরগী তৈরী হয়, মুরগী আবার নিজামীর প্রিয় খাবার, তাই প্রাইভেট ভার্সিটিতে ভ্যাট বসানো যুক্তিসংগত মাজেদা চৌধুরী (ধন মন্ত্রী) - ভ্যাট ৫০% করা হোক...কারন পাত্রলীগ চালাতে আমাদের অনেক খরচ বেড়ে গেছে, তারা আর ইডেনের মেয়ে সাপ্লাই দিতে পারতেছেনা, তাই যত দ্রুত সম্ভব ট্যাক্স ৫০% করা হোক, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার অবশ্যই সেটা করবে ফ্রধানমন্ত্রী বাচিনা - ৭২ পুর্ব সরকারে কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছিলনা...গত সরকার বেসরকারী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আশ্রয় প্রস্রয় দিয়েছে, তাই আমাদের সফল সরকার ৯০% ভ্যাট বাড়ানোর চিন্তা ভাবনা করছে এবং ইনশাল্লাহ আমরা জনগনের ম্যান্ডেট পাওয়া সরকার আমরা তা করবোই টানিজ্য মন্ত্রী - বিশ্বায়নের এই যুগে একমাত্র আমাদের দেশের ছেলেরাই কম বেতনে পড়া লেখা করে...আর এটা মানা যায়না, কেন কম মুল্যে পড়বে...অতি দ্রুত বাড়ানো দরকার...কারন তা না হলে এরা যদি এগিয়ে যায়...আমাদের দলের হাম্বালীগেরা আর কখনই টেন্ডার পাবেনা লেদা জিয়া - সরকার ভালো কাজই করছে ট্যাক্স বাড়িয়ে, কারন কত % পোলাপাইন আর পাবলিক ভার্সিটিতে পড়ে... তাই ইয়াং জেনারেশন সবাই সরকারের প্রতি ক্ষুদ্ধ হবে আর আমরা ভোটে জিতবো হুরররররে ......উম্মম্মাহ সরকারকে ব্লগীয় আবাল- আমরা ৪ বছরের ডিগ্রী ৬ বছরে নেই...এটাতো হতে পারেনা, সরকার ঠিক কাজই করছে বেসরকারী ভার্সিটির পোলাপাইন মোবাইলে কথা বলে ট্যাক্স দিতে পারে আর সার্টিফিকেট কিনতে ট্যাক্স দিতে পারবেনা !!!! [ কি চিন্তা ভাবনারে আল্লাহ মাফ করো]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.