আমাদের কথা খুঁজে নিন

   

অরণ্যমানবী

শাফিক আফতাব-------- প্রথম যৌবনে চুরুটের পিছন টেনে যে নেশা হয়েছিলো, এখন যুগল চুরুটের শীর্ষ টেনে বেশী নেশা হয় নেশার ভাঁপে ফুলে ওঠে শীতের তেলপিঠা ; ভেতরে এক রাজপুত্র গোপণ কথা হয়। এই অরণ্যে কিশোরীর শরীরের সুবাস ভাসে, এক মোহন মদির আবেশে কী এক সুন্দর, নির্জনতায় ; বৃক্ষের পাতায় লতাগুল্মে কাণ্ডে অরণ্যপক্ষীরা বসে, আহা ! এক আবহমান কলম পাগল হয় কবিতা লেখায়। এই অরণ্যে কেউ নেই, তুমি আমি নগ্নমধুর ; বৃক্ষের মতোন খোলা দেহে ফুটে আছি পালক মেলে, আমরা দুজন আজ আদিম আবহমান আর সেকেলে। অকস্মাৎ পুলকের পুকুরে ক্রমাগত ওঠে ভুর ভুর। আমরা পাখী ফুল আর বৃক্ষের মতোন নগ্নফুল ; আমাদের সুবাসে ফুলেরা ঘ্রাণ পায়, নদী চলে কুলকুল। নিসর্গ : ঢাকা ১৮.০৫.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.