আমাদের কথা খুঁজে নিন

   

ওরে...কত ভিক্ষা দিব রে....................



আজ রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বসে আড্ডা দিচ্ছিলাম কয়েকজন বন্ধুর সাথে। কিছুক্ষণ পরপরই একজন করে আসে ভিক্ষার জন্য। কেউ মাঝ বয়সী কেউবা ৭-১০ বছরের বাচ্চা আবার কেউ বৃদ্ধ । ২ ঘন্টায় অন্তত ২০ জন । কেউবা বলে "সকাল থেকে খাইনাই", আবার কেউবা বলে "২ ডা টেকা দেন বহুত সওয়াব হইবো" আরো কত কিছু।

এসব শুনতে শুনতে কান ঝালা পালা। সব শেষে আসলো মধ্য বয়সি এক মহিলা এসেই " কিছু সাহায্য করেন" । বললাম মাফ করেন । উনি তো রেগে মেগে আগুন। বলতে বলতে যাচ্ছিল - "সবাই কয় মাফ করেন কেউ দেয় না" ।

মহিলাকে ডেকে বললাম শুনুন আপনি কর্মক্ষম, ইচ্ছা করলেই কাজ করে খেতে পারেন,ভিক্ষা করতে আসছেন কেন? আর আপনি সাহায্য চাইতে এসেছেন, কারো কাছে তো ধারের টাকা নিতে আসেন নি, কেউ যদি টাকা না দেয় তাকে গালি দেওয়া বা মেজাজ দেখান কি ঠিক নয়। মহিলা কোন উত্তর না দিয়ে গেল। আজ সবে বরাত ভিক্ষুকদের তো একটা সিজন চলতেছে। সুযোগ বুঝে অনেক হিরোঞ্চিরা ও আজ ভিক্ষার থালা নিয়ে নেমে গেছে রাস্তায় ও মসজিদের আশেপাশে । প্রসাশন বা কারো কোন তদারকি নেই ।

কর্মক্ষম এসব লোক ভিক্ষা না করে যদি কোন কাজ করত তাহলে দেশটা অনেকটা এগিয়ে যেতে পারত। আর আমরা যারা ভিক্ষা দেই তাদের সচেতন হওয়া উচিৎ । একান্তই কর্মক্ষম না হলে ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকে উচিৎ । কারণ যখন এসব ছোট ছেলে-মেয়ে বা কর্মক্ষম লোক দেখবে চাইলেই তো পাওয়া যায় ২-১ টাকা করে সারা দিনে ২০০-৩০০ টাকা কামানো যায়,তাহলে কাজ করার দরকার কি ? তাই সরকারকে অনুরোধ করব, কর্মক্ষম এসব ভিক্ষুক যাতে ভিক্ষা না করে কোন কাজ করে জীবন ধারন করে, তার ব্যাবস্থা করুন । এজন্য তাদের উপযুক্ত প্রশিক্ষন দেয়া যেতে পারে।

দেশে কাজের অভাব নেই, যদি কাজ করার ইচ্ছা থাকে। আর সরকারি বা বেসরকারিভাবে এ উদ্যোগ নেয়ে যেতে পারে। এতে খুব বেশি টাকার দরকার হবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।