আমাদের কথা খুঁজে নিন

   

শবে বরাত ২০১০

আল বিদা

নামায পড়ি আর না পড়ি শব ই বরাত এ রাতে বাহিরে কাটাতেই হবে এমন ছিল। এই দিন ছিল ঈদের দিনের চেয়েও বেশী আনন্দের আর স্বাধীনতার। ২০/৫০ টাকা নিয়ে ঈশার পর বের হতাম। ফিরতাম ফযরের পর। রাতে কত কিই না করতাম।

আমের দিনে তো শবে বরাতের পরের রাতে গাছে কোন আমই থাকত না। তবে এক কালে কিছু ভাল বন্ধু পেলাম। তাদের সাথে সারারাত পথে পথে হাটতাম আর সামনে যে মসজিদ পেতাম সেখানেই যে যেমন পারে নামায পড়তাম। আমার টার্গেট ছিল ১০ রাকাত নামায আর ৫টাকা করে দান করা। এভাবে দেখা যেত রাত শেষ হতে হতে ১০০ রাকাত নামায পড়া হয়ে যেত।

গত ৫ বছরে আর তেমন করে শবে বরাতে নামায পড়া হয় না। সেই সঙ্গটা আর পাই না। এখন শবে বরাত মানেই হল ১ দিনের ছুটি। অথচ আগে ছিল সারা রাত জেগে থাকার আনন্দ। অল্প ২/১টা শবে বরাতের কথা মনে পড়ে।

একবার ফযরের নামায পড়ে আমরা বন্ধুরা অনেক দূরের একটা সিমেন্ট ফ্যাক্টরীতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গাইড বন্ধু শুধু বলে আর ১০ মিনিট। এই করে করে প্রায় ২ ঘন্টা পথ হেটেছিলাম। আর আরেকটা শবে বরাতের কথা বলছি না। কখনই বলতে পারব না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।